
৯ বছরের নুসরাত জাহান ইভা মাত্র ৫ মাস ১১ দিনে পবিত্র কোরআনের ৩০ পারা হিফজ সম্পন্ন করে হাফেজা হওয়ার গৌরব অর্জন করেছে। চট্টগ্রামের মিরসরাইয়ের দারুল হুদা মহিলা মাদরাসা ও এতিমখানার এই মেধাবী শিক্ষার্থী তার কঠোর পরিশ্রম ও অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে এই অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে।নুসরাত কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বড়দইল ইউনিয়নের মিয়া বাড়ি গ্রামের ইদ্রিস আলম মজুমদার ও নাসিমা আক্তারের ছোট সন্তান। তার পরিবার গত ৫ বছর ধরে মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভায় ভাড়া বাসায় বসবাস করছে, যেখানে তার বাবা একটি বেসরকারি ইস্পাত কারখানায় চাকরি করেন। নুসরাতের বড় ভাই ইফতেখার আলমও একজন হাফেজ। যিনি মাত্র ১১ মাসে কোরআন হিফজ করেছিলেন।
রবিবার (১৮ জানুয়ারি) মাদরাসায় অনুষ্ঠিত সমাপনী ও দোয়া অনুষ্ঠানে নুসরাতকে পুরস্কার দিয়ে তার সফলতার স্বীকৃতি দেওয়া হয়। তার বাবা-মায়ের স্বপ্ন ছিল তাদের দুই সন্তানকেই কোরআনের হাফেজ বানানো, যা তারা পূর্ণ করেছেন। নুসরাতের বড় ভাই হাফেজ ইফতেখার আলম বলেন, আমার ছোট বোন আমার থেকেও বেশি মেধাবী। আমি ১১ মাসে হিফজ শেষ করলেও সে মাত্র ৫ মাস ১১ দিনে সম্পন্ন করেছে। সে ইতোমধ্যেই বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে এবং ভবিষ্যতে একজন বড় আলেমা হওয়ার স্বপ্ন দেখে।
দারুল হুদা মহিলা মাদরাসার হিফজ বিভাগের শিক্ষক হাফেজ মাওলানা শহীদুল ইসলাম বলেন, নুসরাত প্রতিদিন ১০ পৃষ্ঠা করে পড়ত। ছুটিতে বাড়ি গেলে ও পড়া থামাত না, বাড়িতে থেকে অন্তত ৩ পারা হিফজ শুনিয়ে দিত। তার অদম্য ইচ্ছাশক্তি ও গভীর মনোযোগের কারণেই এই অসাধ্য সাধন সম্ভব হয়েছে। এটি সত্যিই আল্লাহর বিশেষ রহমত। নুসরাতের এই সফলতা তার পরিবার, মাদরাসা এবং এলাকার জন্য গর্বের বিষয়, যা তার ভবিষ্যতের পথ উজ্জ্বল করে দেবে।
চট্টগ্রাম প্রতিনিধি 







































