মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান স্বাস্থ্য উপদেষ্টার

সিরাজগঞ্জ প্রতিনিধি 
গণভোট ২০২৬ উপলক্ষে সিরাজগঞ্জে ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম অংশ নেন এবং ভোটে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসনের কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসনের উদ্যোগে ভোটের গাড়ি ক্যারাভানের মাধ্যমে এ কর্মসূচি আয়োজন করা হয়। কর্মসূচিতে উপদেষ্টা নুরজাহান বেগম দেশের বিভিন্ন খাতে পূর্ববর্তী সময়ের ক্ষতির কথা উল্লেখ করে আগামী প্রজন্মের জন্য নিরাপদ রাষ্ট্র গঠনে গণভোটে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তার কথা বলেন।
তিনি গণভোটে সঠিকভাবে ভোট প্রদানের ওপর গুরুত্বারোপ করেন এবং ন্যায্য বিচার ও সমাজব্যবস্থা প্রতিষ্ঠার বিষয়টি তুলে ধরেন। পাশাপাশি জেলা ভিত্তিক ভোটের তথ্য পর্যবেক্ষণের বিষয়েও তিনি বক্তব্য দেন।
কর্মসূচিতে তিনি দেশের স্বাস্থ্য ও শিক্ষাখাতে বিদ্যমান সমস্যার চিত্র উল্লেখ করে ভবিষ্যৎ সংসদ সদস্য নির্বাচনে স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সক্ষম, সৎ ও যোগ্য প্রার্থীদের নির্বাচনের আহ্বান জানান।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান।
এ সময় সিরাজগঞ্জের সিভিল সার্জন নুরুল আমিন, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জনপ্রিয়

গর্ভাবস্থায় যে ৫ ভুল করা যাবে না

সিরাজগঞ্জে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান স্বাস্থ্য উপদেষ্টার

প্রকাশের সময় : ০৯:০৭:০৫ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
সিরাজগঞ্জ প্রতিনিধি 
গণভোট ২০২৬ উপলক্ষে সিরাজগঞ্জে ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম অংশ নেন এবং ভোটে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসনের কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসনের উদ্যোগে ভোটের গাড়ি ক্যারাভানের মাধ্যমে এ কর্মসূচি আয়োজন করা হয়। কর্মসূচিতে উপদেষ্টা নুরজাহান বেগম দেশের বিভিন্ন খাতে পূর্ববর্তী সময়ের ক্ষতির কথা উল্লেখ করে আগামী প্রজন্মের জন্য নিরাপদ রাষ্ট্র গঠনে গণভোটে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তার কথা বলেন।
তিনি গণভোটে সঠিকভাবে ভোট প্রদানের ওপর গুরুত্বারোপ করেন এবং ন্যায্য বিচার ও সমাজব্যবস্থা প্রতিষ্ঠার বিষয়টি তুলে ধরেন। পাশাপাশি জেলা ভিত্তিক ভোটের তথ্য পর্যবেক্ষণের বিষয়েও তিনি বক্তব্য দেন।
কর্মসূচিতে তিনি দেশের স্বাস্থ্য ও শিক্ষাখাতে বিদ্যমান সমস্যার চিত্র উল্লেখ করে ভবিষ্যৎ সংসদ সদস্য নির্বাচনে স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সক্ষম, সৎ ও যোগ্য প্রার্থীদের নির্বাচনের আহ্বান জানান।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান।
এ সময় সিরাজগঞ্জের সিভিল সার্জন নুরুল আমিন, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।