বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যশোর-১ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন বিএনপির সভাপতি স্বতন্ত্র প্রার্থী হাসান জহির

বিএনপির বিদ্রোহী প্রার্থী আবুল হাসান জহির।

স্টাফ রিপোর্টার

যশোর- ১ (শার্শা) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ও শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির শেষ পর্যন্ত তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এতে করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আলোচিত এ আসনে রাজনৈতিক সমীকরণে নতুন মোড় সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে শার্শা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র প্রত্যাহার করেন তিনি  ।

আবুল হাসান জহির বলেন-দলীয় শৃঙ্খলা রক্ষা ও সামগ্রিক নির্বাচনী কৌশলের অংশ হিসেবেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-১ আসনে বিএনপির প্রার্থী নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও তৎপরতা লক্ষ্য করা যাচ্ছিল। বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহারের ফলে এ আসনে বিএনপির দলীয় প্রার্থীর আলহাজ নুরুজ্জামান লিটনের অবস্থান আরও সুসংহত হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

তাদের মতে, এই সিদ্ধান্ত নির্বাচনী মাঠে বিএনপির সাংগঠনিক ঐক্য জোরদার করবে এবং ভোটের হিসেবেও দলটি সুবিধাজনক অবস্থানে যাবে।

জনপ্রিয়

প্রশাসনে কোন দলের লোক থাকবে না উপদেষ্টা রিজওয়ান হাসান

যশোর-১ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন বিএনপির সভাপতি স্বতন্ত্র প্রার্থী হাসান জহির

প্রকাশের সময় : ০৯:১৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬

স্টাফ রিপোর্টার

যশোর- ১ (শার্শা) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ও শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির শেষ পর্যন্ত তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এতে করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আলোচিত এ আসনে রাজনৈতিক সমীকরণে নতুন মোড় সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে শার্শা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র প্রত্যাহার করেন তিনি  ।

আবুল হাসান জহির বলেন-দলীয় শৃঙ্খলা রক্ষা ও সামগ্রিক নির্বাচনী কৌশলের অংশ হিসেবেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-১ আসনে বিএনপির প্রার্থী নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও তৎপরতা লক্ষ্য করা যাচ্ছিল। বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহারের ফলে এ আসনে বিএনপির দলীয় প্রার্থীর আলহাজ নুরুজ্জামান লিটনের অবস্থান আরও সুসংহত হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

তাদের মতে, এই সিদ্ধান্ত নির্বাচনী মাঠে বিএনপির সাংগঠনিক ঐক্য জোরদার করবে এবং ভোটের হিসেবেও দলটি সুবিধাজনক অবস্থানে যাবে।