
সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে সড়ক ও জনপথ বিভাগের ক্যানেল থেকে ভেকু (এক্সভেটর) মেশিন দিয়ে মাটি কেটে ইটভাটায় বিক্রির সংবাদ প্রকাশের পর দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা ও হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে শাহজাদপুর প্রেস ক্লাবের উদ্যোগে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে শাহজাদপুর প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন। সমাবেশে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি এম এ জাফর লিটন এবং সঞ্চালনা করেন সহ-সভাপতি রাসেল সরকার।
প্রেস ক্লাব সূত্রে জানা যায়, স্বদেশ প্রতিদিনের উপজেলা প্রতিনিধি রায়হান আলী ও সাংবাদিক জাহিদ হাসান সড়ক ও জনপথ বিভাগের ক্যানেল থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কাটার একটি সংবাদ প্রকাশ করেন। এর পর মাটি ব্যবসায়ী আব্দুল্লাহ আল মাহমুদের বিরুদ্ধে সাংবাদিকদের হুমকি দেওয়া, কুৎসা রটানো এবং রায়হান আলী, জাহিদ হাসান ও জাহিদ হাসানের স্ত্রীর নামে চাঁদাবাজির মামলা দায়েরের অভিযোগ ওঠে।
সমাবেশে অংশগ্রহণকারী সাংবাদিকরা জানান, সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে সরকারি মাটি অবৈধভাবে কেটে বিক্রির অভিযোগ দীর্ঘদিনের। এসব বিষয়ে সংবাদ প্রকাশ হলে বিভিন্ন সময় সাংবাদিকদের হুমকি ও চাপের মুখে পড়তে হচ্ছে। সর্বশেষ সংবাদ প্রকাশের পর মামলার ঘটনায় সাংবাদিক সমাজে উদ্বেগ তৈরি হয়েছে।
সমাবেশ থেকে অবিলম্বে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের দাবি জানানো হয়। একই সঙ্গে সংবাদ সংগ্রহ ও প্রকাশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে শাহজাদপুর উপজেলার কর্মরত সব প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সিরাজগঞ্জ প্রতিনিধি: 







































