বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাজবাড়ী দু’টি আসনে ১২ প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্দ

 রাজবাড়ী প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ (সদর-গোয়ালন্দ) ও রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনের ১২জন প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্দ করেছেন জেলা প্রশাসক ও রিটানিং অফিসার সুলতানা আক্তার।
বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টা থেকে ১২ টা পর্যন্ত রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে প্রতিক বরাদ্দ দেওয়া হয়।
রাজবাড়ী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাড. মোঃ নূরুল ইসলাম (দাড়ি পাল্লা), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাড. খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু (লাঙ্গল) ও জাকের পার্টি মনোনীত জেলা জাকের পার্টির সভাপতি মোহাম্মদ আলী বিশ্বাস ( গোলাপ ফুল)।
রাজবাড়ী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর-রশীদ (ধানের শীষ), সতন্ত্র ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি মোঃ নাসিরুল হক সাবু (কলস), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী অ্যাড. মোঃ সফিউল আজম খান (লাঙ্গল), গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী জাহিদ শেখ (দেওয়াল ঘড়ি), এনসিপি মনোনীত প্রার্থী জামিল হিজাজী (শাপলা কলি), বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মকাজী মিনহাজুল আলম (রিক্সা), বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মোহাঃ আব্দুল মালেক (হাতপাখা), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মোঃ আব্দুল মালেক ( ছড়ি)।
এসময় রাজবাড়ী স্থানীয় সরকারের উপপরিচালক ড. মোঃ মাহমুদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক উছেন মে, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভুমি) সহ প্রার্থী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সুলতানা আক্তার বলেন, রাজবাড়ী-১ ও রাজবাড়ী-২ দু’টি আসন থেকে মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাদের মধ্যে থেকে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। ৩জন আপিলে প্রার্থীতা ফিরে পান। ২জন প্রার্থীতা প্রত্যাহার করেছেন। রাজবাড়ী-১ আসনে ৪জন প্রার্থী ও রাজবাড়ী-২ আসনে ৮জন প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্দ প্রদান করা হয়েছে।
রাজবাড়ী-১ আসনে মোট ভোটার সংখ্যা রয়েছে ৪ লক্ষ ৩০ হাজার ২১৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ১৬ হাজার ১৪৯ জন, মহিলা ২ লক্ষ ১৪ হাজার ৫৮ জন ও হিজড়া ভোটার  ৮ জন এবং ভোট কেন্দ্র রয়েছে ১৫৬ টি
রাজবাড়ী-২ আসনের মোট ভোটার সংখ্যা রয়েছে ৫ লক্ষ ৫৯ হাজার ৬৯৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ৮৫ হাজাার ৬০৯ জন, মহিলা ২ লক্ষ ৭৪ হাজার ৭৯ জন ও হিজড়া ৫ জন এবং ভোট কেন্দ্র রয়েছে ১৯৮ টি। এই আসনের বালিয়াকান্দিতে ১টি, কালুখালীতে ১টি ও পাংশায় ২টি নতুন ভোট কেন্দ্র করা হয়েছে।
জনপ্রিয়

শাহজালালের মাজার জিয়ারত করলেন তারেক রহমান

রাজবাড়ী দু’টি আসনে ১২ প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্দ

প্রকাশের সময় : ০৮:২৯:৩১ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
 রাজবাড়ী প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ (সদর-গোয়ালন্দ) ও রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনের ১২জন প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্দ করেছেন জেলা প্রশাসক ও রিটানিং অফিসার সুলতানা আক্তার।
বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টা থেকে ১২ টা পর্যন্ত রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে প্রতিক বরাদ্দ দেওয়া হয়।
রাজবাড়ী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাড. মোঃ নূরুল ইসলাম (দাড়ি পাল্লা), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাড. খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু (লাঙ্গল) ও জাকের পার্টি মনোনীত জেলা জাকের পার্টির সভাপতি মোহাম্মদ আলী বিশ্বাস ( গোলাপ ফুল)।
রাজবাড়ী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর-রশীদ (ধানের শীষ), সতন্ত্র ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি মোঃ নাসিরুল হক সাবু (কলস), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী অ্যাড. মোঃ সফিউল আজম খান (লাঙ্গল), গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী জাহিদ শেখ (দেওয়াল ঘড়ি), এনসিপি মনোনীত প্রার্থী জামিল হিজাজী (শাপলা কলি), বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মকাজী মিনহাজুল আলম (রিক্সা), বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মোহাঃ আব্দুল মালেক (হাতপাখা), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মোঃ আব্দুল মালেক ( ছড়ি)।
এসময় রাজবাড়ী স্থানীয় সরকারের উপপরিচালক ড. মোঃ মাহমুদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক উছেন মে, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভুমি) সহ প্রার্থী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সুলতানা আক্তার বলেন, রাজবাড়ী-১ ও রাজবাড়ী-২ দু’টি আসন থেকে মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাদের মধ্যে থেকে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। ৩জন আপিলে প্রার্থীতা ফিরে পান। ২জন প্রার্থীতা প্রত্যাহার করেছেন। রাজবাড়ী-১ আসনে ৪জন প্রার্থী ও রাজবাড়ী-২ আসনে ৮জন প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্দ প্রদান করা হয়েছে।
রাজবাড়ী-১ আসনে মোট ভোটার সংখ্যা রয়েছে ৪ লক্ষ ৩০ হাজার ২১৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ১৬ হাজার ১৪৯ জন, মহিলা ২ লক্ষ ১৪ হাজার ৫৮ জন ও হিজড়া ভোটার  ৮ জন এবং ভোট কেন্দ্র রয়েছে ১৫৬ টি
রাজবাড়ী-২ আসনের মোট ভোটার সংখ্যা রয়েছে ৫ লক্ষ ৫৯ হাজার ৬৯৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ৮৫ হাজাার ৬০৯ জন, মহিলা ২ লক্ষ ৭৪ হাজার ৭৯ জন ও হিজড়া ৫ জন এবং ভোট কেন্দ্র রয়েছে ১৯৮ টি। এই আসনের বালিয়াকান্দিতে ১টি, কালুখালীতে ১টি ও পাংশায় ২টি নতুন ভোট কেন্দ্র করা হয়েছে।