বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কুবিতে আন্তঃবিভাগ ভলিবল চ্যাম্পিয়ন লোক প্রশাসন ও বাংলা বিভাগ

কুবি প্রতিনিধি: শাহাবুদ্দীন শিহাব 
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তঃবিভাগ ভলিবল (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে লোক প্রশাসন বিভাগ (ছাত্র) ও বাংলা বিভাগ (ছাত্রী)। আন্তঃবিভাগ (ছাত্র) ভলিবল প্রতিযোগিতায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগকে ২–০ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় লোক প্রশাসন বিভাগ। অন্যদিকে আন্তঃবিভাগ (ছাত্রী) ভলিবল প্রতিযোগিতায় প্রত্নতত্ত্ব বিভাগকে ২–০ সেটে হারিয়ে টানা তৃতীয় বারের মতো চ্যাম্পিয়ন বাংলা বিভাগ এবং মার্কেটিং বিভাগকে ২-০ সেটে হারিয়ে তৃতীয় হয়েছে একাউন্টিং ও ইনফরমেশন সিস্টেমস বিভাগ।
বুধবার (২১ জানুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ছাত্র ও ছাত্রীদের পৃথক ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম বলেন, “বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি শারীরিক শিক্ষা ও খেলাধুলার গুরুত্ব রয়েছে। ভলিবল প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে ধন্যবাদ।”
অনুষ্ঠানের সভাপতি ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, “খেলাধুলার এই ধারাবাহিকতায় ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে বলে আমরা আশা করি। পরবর্তী টুর্নামেন্টগুলোতেও আজকের মতো শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ থাকবে।”
উল্লেখ্য, গত ১২ জানুয়ারি আন্তঃবিভাগ ভলিবল (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা শুরু হয়। এবারের ভলিবল প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ১৬ টি ও ছাত্রীদের ২ টি দল অংশগ্রহণ করে।
জনপ্রিয়

শাহজালালের মাজার জিয়ারত করলেন তারেক রহমান

কুবিতে আন্তঃবিভাগ ভলিবল চ্যাম্পিয়ন লোক প্রশাসন ও বাংলা বিভাগ

প্রকাশের সময় : ০৮:৫০:০০ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
কুবি প্রতিনিধি: শাহাবুদ্দীন শিহাব 
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তঃবিভাগ ভলিবল (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে লোক প্রশাসন বিভাগ (ছাত্র) ও বাংলা বিভাগ (ছাত্রী)। আন্তঃবিভাগ (ছাত্র) ভলিবল প্রতিযোগিতায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগকে ২–০ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় লোক প্রশাসন বিভাগ। অন্যদিকে আন্তঃবিভাগ (ছাত্রী) ভলিবল প্রতিযোগিতায় প্রত্নতত্ত্ব বিভাগকে ২–০ সেটে হারিয়ে টানা তৃতীয় বারের মতো চ্যাম্পিয়ন বাংলা বিভাগ এবং মার্কেটিং বিভাগকে ২-০ সেটে হারিয়ে তৃতীয় হয়েছে একাউন্টিং ও ইনফরমেশন সিস্টেমস বিভাগ।
বুধবার (২১ জানুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ছাত্র ও ছাত্রীদের পৃথক ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম বলেন, “বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি শারীরিক শিক্ষা ও খেলাধুলার গুরুত্ব রয়েছে। ভলিবল প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে ধন্যবাদ।”
অনুষ্ঠানের সভাপতি ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, “খেলাধুলার এই ধারাবাহিকতায় ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে বলে আমরা আশা করি। পরবর্তী টুর্নামেন্টগুলোতেও আজকের মতো শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ থাকবে।”
উল্লেখ্য, গত ১২ জানুয়ারি আন্তঃবিভাগ ভলিবল (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা শুরু হয়। এবারের ভলিবল প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ১৬ টি ও ছাত্রীদের ২ টি দল অংশগ্রহণ করে।