বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুনের সদস‍্যপদ স্থগিত করেছে কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতি

কামরুল হাসান কাজল, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা না থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভীত্তিতে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুনের সদস‍্যপদ স্থগিত করেছে কুড়িগ্রাম আইনজীবী সমিতি। কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক
অ্যাডভোকেট সরদার মোঃ তাজুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে এই তথ‍্য জানানো হয়।
এর আগে গত ৭ ডিসেম্বর কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। কিন্তু  সেই কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুনের কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস‍্যপদ স্থগিত করা হয়।
 পত্রে আরো উল্লেখ করা হয় শোকজ নোটিশের প্রক্ষিতে আপনার দাখিলকৃত শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় তদুপরি প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ছাড়াই অ্যাডভোকেট পরিচয়ে বিগত ২৬-১২-২০১৮ ইং তারিখে কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য পদ হাসিল উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষা পাশ সংক্রান্ধে একই শিক্ষাবর্ষে একাধিক জাল সনদ পত্র/নম্বর পত্র ইত্যাদি সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে ১২ জানুয়ারী ২০২৬ তারিখ দুপুর ২:৩০টায় অনুষ্ঠিত কার্যনিবাহী কমিটির সভায় সর্বসম্মতীক্রমে আপনার সদস্য পদ স্থগিত করাসহ বিজ্ঞ আদালত সমূহে মামলা-মোকদ্দমা পরিচালনা করা হতে আপনাকে বিরত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য, ১৩ জানুয়ারী ২০২৬ তারিখ হতে আপনি অ্যাডভোকেট পরিচয়ে কোন বিজ্ঞ আদালতে মামলা/মোকদ্দমা পরিচালনা করতে পারবেন না।এই সিদ্ধান্তের কোন প্রকার অন্যথা হলে আপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এমন করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন জানান, আমি কোন মামলার বিষয়ে উনাদের কাছে যাই না। কোন মামলার বিষয়ে পরামর্শ নেই না। সেই ক্ষোভ থেকে হয়তোবা আমাকে আইনজীবী সমিতির সদস্য পদ স্থগিত করেছে। বারের সভাপতি এবং সেক্রেটারি আমার অভিভাবক। উনারা যখন বুঝতে পারবে আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি কিংবা আমি উনাদের কাছে গেলে তখন যদি উনারা স্থগিতাদেশ প্রত্যাহার করে তাহলে আমি পুনরায় আদালতে প্র্যাকটিস করতে পারব।
কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সরদার মোঃ তাজুল ইসলাম এর সাথে মুঠো ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন রিসিভ করেন নি।
জনপ্রিয়

১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব

অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুনের সদস‍্যপদ স্থগিত করেছে কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতি

প্রকাশের সময় : ০৮:০০:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
কামরুল হাসান কাজল, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা না থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভীত্তিতে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুনের সদস‍্যপদ স্থগিত করেছে কুড়িগ্রাম আইনজীবী সমিতি। কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক
অ্যাডভোকেট সরদার মোঃ তাজুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে এই তথ‍্য জানানো হয়।
এর আগে গত ৭ ডিসেম্বর কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। কিন্তু  সেই কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুনের কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস‍্যপদ স্থগিত করা হয়।
 পত্রে আরো উল্লেখ করা হয় শোকজ নোটিশের প্রক্ষিতে আপনার দাখিলকৃত শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় তদুপরি প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ছাড়াই অ্যাডভোকেট পরিচয়ে বিগত ২৬-১২-২০১৮ ইং তারিখে কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য পদ হাসিল উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষা পাশ সংক্রান্ধে একই শিক্ষাবর্ষে একাধিক জাল সনদ পত্র/নম্বর পত্র ইত্যাদি সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে ১২ জানুয়ারী ২০২৬ তারিখ দুপুর ২:৩০টায় অনুষ্ঠিত কার্যনিবাহী কমিটির সভায় সর্বসম্মতীক্রমে আপনার সদস্য পদ স্থগিত করাসহ বিজ্ঞ আদালত সমূহে মামলা-মোকদ্দমা পরিচালনা করা হতে আপনাকে বিরত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য, ১৩ জানুয়ারী ২০২৬ তারিখ হতে আপনি অ্যাডভোকেট পরিচয়ে কোন বিজ্ঞ আদালতে মামলা/মোকদ্দমা পরিচালনা করতে পারবেন না।এই সিদ্ধান্তের কোন প্রকার অন্যথা হলে আপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এমন করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন জানান, আমি কোন মামলার বিষয়ে উনাদের কাছে যাই না। কোন মামলার বিষয়ে পরামর্শ নেই না। সেই ক্ষোভ থেকে হয়তোবা আমাকে আইনজীবী সমিতির সদস্য পদ স্থগিত করেছে। বারের সভাপতি এবং সেক্রেটারি আমার অভিভাবক। উনারা যখন বুঝতে পারবে আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি কিংবা আমি উনাদের কাছে গেলে তখন যদি উনারা স্থগিতাদেশ প্রত্যাহার করে তাহলে আমি পুনরায় আদালতে প্র্যাকটিস করতে পারব।
কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সরদার মোঃ তাজুল ইসলাম এর সাথে মুঠো ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন রিসিভ করেন নি।