
দীর্ঘ দুই দশক পর সিলেটের দক্ষিণ সুরমায় শ্বশুরবাড়ি পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত গভীর রাত ১২টা ৪০ মিনিটে তারেক রহমান উপজেলার সিলামের রহমত মঞ্জিলে পৌঁছেলে আত্মীয়-স্বজন, এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে সংবর্ধনা জানান।
এর আগে, সিলেটে পৌঁছেই প্রথমে হযরত শাহজালাল (রহ.) এবং শেষে হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত এবং নফল নামাজ আদায় করেছেন তারেক রহমান। সরেজমিনে দেখা যায়, দীর্ঘদিন পর জামাই তারেক রহমানের আগমনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ডা. জুবাইদা রহমানের পরিবার ও স্থানীয় বিএনপি। ১২ হাজার নেতাকর্মীর জন্য ৪৩ হাড়ি খাবার রান্না করা হয়েছে। শ্বশুরবাড়ির স্বজন ও স্থানীয় বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে যোগ দেন তারেক রহমান। দোয়া মাহফিল শেষে আত্মীয়-স্বজন ও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
নিজস্ব প্রতিবেদক: 







































