বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফ্যাসিস্টদের গোষ্ঠী এখনও ওঁৎ পেতে আছে: উপদেষ্টা ফরিদা

ছবি-সংগৃহীত

মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ফ্যাসিস্টদের গোষ্ঠী এখনও পুরোপুরি নিশ্চিহ্ন হয়নি। তারা এখনও কোথাও না কোথাও ওঁৎ পেতে আছে এবং সুযোগ পেলেই আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এ কারণেই তারা বিভিন্ন জায়গায় সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে বাধাগ্রস্ত করছে।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার ভুইগড় এলাকায় গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফরিদা আখতার বলেন, ফ্যাসিস্ট শক্তিগুলো এখনও হাত-পা বেঁধে বসে নেই। তারা এখনও সমাজে অস্থিরতা সৃষ্টি করতে চায়। এ কারণে আমরা মাঠে নামছি, মানুষের কাছে যাচ্ছি এবং সবাইকে সচেতন করছি। জনগণকে সঙ্গে নিয়েই এসব অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

উপদেষ্টা বলেন, দেশের যেসব মৌলিক সংস্কার প্রয়োজন, তা একটি গণতান্ত্রিক ও জনগণের ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমেই বাস্তবায়ন সম্ভব। আগামী নির্বাচনের মাধ্যমে একটি শক্তিশালী সরকার গঠনের জন্য ‘হ্যাঁ’ ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভোট সংস্কার ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নেওয়ার একটি সুযোগ।

সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভূমিকার কথা তুলে ধরে ফরিদা আখতার বলেন, মসজিদের ইমাম ও খতিব, শিক্ষক এবং সচেতন নাগরিকরা সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিচ্ছেন। তারা সবাই একত্রে মানুষকে বোঝাচ্ছেন- আগামী নির্বাচনে বুঝে-শুনে, দায়িত্বশীলভাবে অংশগ্রহণ করতে হবে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সবসময় বলে আসছেন- নির্বাচন হতে হবে শান্তিপূর্ণ ও আনন্দমুখর। ভোট দিতে গিয়ে কেউ যেন ভয় না পায়, সেটি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তিনি বিশেষভাবে নারী ভোটারদের অংশগ্রহণের ওপর গুরুত্ব দিয়ে বলেন, “মা-বোনেরা যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারেন এবং নতুন ভোটাররা যেন অবশ্যই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সমাবেশে উপস্থিত প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সরকারের বিভিন্ন প্রস্তুতির কথা তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর হোসেন এবং নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন। এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ সমাবেশে অংশ নেন।

জনপ্রিয়

সিরাজগঞ্জে গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বানকে কেন্দ্র করে উল্লাপাড়ায় উত্তেজনা

ফ্যাসিস্টদের গোষ্ঠী এখনও ওঁৎ পেতে আছে: উপদেষ্টা ফরিদা

প্রকাশের সময় : ০৮:১২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬

মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ফ্যাসিস্টদের গোষ্ঠী এখনও পুরোপুরি নিশ্চিহ্ন হয়নি। তারা এখনও কোথাও না কোথাও ওঁৎ পেতে আছে এবং সুযোগ পেলেই আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এ কারণেই তারা বিভিন্ন জায়গায় সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে বাধাগ্রস্ত করছে।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার ভুইগড় এলাকায় গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফরিদা আখতার বলেন, ফ্যাসিস্ট শক্তিগুলো এখনও হাত-পা বেঁধে বসে নেই। তারা এখনও সমাজে অস্থিরতা সৃষ্টি করতে চায়। এ কারণে আমরা মাঠে নামছি, মানুষের কাছে যাচ্ছি এবং সবাইকে সচেতন করছি। জনগণকে সঙ্গে নিয়েই এসব অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

উপদেষ্টা বলেন, দেশের যেসব মৌলিক সংস্কার প্রয়োজন, তা একটি গণতান্ত্রিক ও জনগণের ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমেই বাস্তবায়ন সম্ভব। আগামী নির্বাচনের মাধ্যমে একটি শক্তিশালী সরকার গঠনের জন্য ‘হ্যাঁ’ ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভোট সংস্কার ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নেওয়ার একটি সুযোগ।

সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভূমিকার কথা তুলে ধরে ফরিদা আখতার বলেন, মসজিদের ইমাম ও খতিব, শিক্ষক এবং সচেতন নাগরিকরা সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিচ্ছেন। তারা সবাই একত্রে মানুষকে বোঝাচ্ছেন- আগামী নির্বাচনে বুঝে-শুনে, দায়িত্বশীলভাবে অংশগ্রহণ করতে হবে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সবসময় বলে আসছেন- নির্বাচন হতে হবে শান্তিপূর্ণ ও আনন্দমুখর। ভোট দিতে গিয়ে কেউ যেন ভয় না পায়, সেটি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তিনি বিশেষভাবে নারী ভোটারদের অংশগ্রহণের ওপর গুরুত্ব দিয়ে বলেন, “মা-বোনেরা যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারেন এবং নতুন ভোটাররা যেন অবশ্যই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সমাবেশে উপস্থিত প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সরকারের বিভিন্ন প্রস্তুতির কথা তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর হোসেন এবং নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন। এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ সমাবেশে অংশ নেন।