বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু

  • হিলি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৮:৩৬:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ২০

ছবি-সংগৃহীত

দেশের বাজারে চালের সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে এক মাস ২০ দিন পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে।  বুধবার (২১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ভারত থেকে আমদানিকৃত চালবোঝাই ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে বন্দর দিয়ে আবারও চাল আমদানি শুরু হয়।

হিলি স্থলবন্দরের ডিপি ইন্টারপ্রাইজ নামের আমদানিকারক প্রতিষ্ঠান দুটি ট্রাকে ৭৭ টন ৬৩৬ কেজি চাল আমদানি করেন। আবারও বন্দর দিয়ে চাল আমদানি শুরুর মাধ্যমে বন্দরের শ্রমিক ও ব্যবসায়ীদের মাঝে কর্মচাঞ্চ্যলতা ফিরতে শুরু করেছে।  হিলি স্থলবন্দরের চাল আমদানিকারকরা জানান, দেশের বাজারে চালের দাম ঊর্ধ্বমুখী হয়ে উঠলে দাম নিয়ন্ত্রণে গত ১৮ জানুয়ারি ২৩২ জন আমদানিকারককে ২ লাখ টন চাল আমদানির অনুমতি দেয় সরকার। সংশ্লিষ্ট দপ্তর থেকে আমদানির অনুমতি পাওয়ার পর চালের এলসি খোলেন বরাদ্দ পাওয়া আমদানিকারকরা। ভারতীয় ব্যবসায়ীরা এলসির কপি পাওয়ার পর বুধবার দুপুর থেকে বন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়েছে।

ধীরে ধীরে চাল আমদানির পরিমাণ বাড়বে। এতে করে দেশের বাজারে চালের দাম কমে আসবে বলেও জানিয়েছেন তারা। বর্তমানে যে দামে চাল বিক্রি হচ্ছে ভারতীয় চাল আসার ফলে কেজিতে ৪-৫ টাকা করে দাম কমবে বলে দাবি আমদানিকারকদের।

উল্লেখ্য, সর্বশেষ বন্দর দিয়ে গত বছরের ৩০ নভেম্বর চাল আমদানি হয়েছিল। এর পর থেকে হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি বন্ধ রাখে বাংলাদেশ সরকার।

জনপ্রিয়

বিমানবন্দরে নারীকে যৌন নির্যাতন, গ্রেপ্তার ১

হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু

প্রকাশের সময় : ০৮:৩৬:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬

দেশের বাজারে চালের সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে এক মাস ২০ দিন পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে।  বুধবার (২১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ভারত থেকে আমদানিকৃত চালবোঝাই ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে বন্দর দিয়ে আবারও চাল আমদানি শুরু হয়।

হিলি স্থলবন্দরের ডিপি ইন্টারপ্রাইজ নামের আমদানিকারক প্রতিষ্ঠান দুটি ট্রাকে ৭৭ টন ৬৩৬ কেজি চাল আমদানি করেন। আবারও বন্দর দিয়ে চাল আমদানি শুরুর মাধ্যমে বন্দরের শ্রমিক ও ব্যবসায়ীদের মাঝে কর্মচাঞ্চ্যলতা ফিরতে শুরু করেছে।  হিলি স্থলবন্দরের চাল আমদানিকারকরা জানান, দেশের বাজারে চালের দাম ঊর্ধ্বমুখী হয়ে উঠলে দাম নিয়ন্ত্রণে গত ১৮ জানুয়ারি ২৩২ জন আমদানিকারককে ২ লাখ টন চাল আমদানির অনুমতি দেয় সরকার। সংশ্লিষ্ট দপ্তর থেকে আমদানির অনুমতি পাওয়ার পর চালের এলসি খোলেন বরাদ্দ পাওয়া আমদানিকারকরা। ভারতীয় ব্যবসায়ীরা এলসির কপি পাওয়ার পর বুধবার দুপুর থেকে বন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়েছে।

ধীরে ধীরে চাল আমদানির পরিমাণ বাড়বে। এতে করে দেশের বাজারে চালের দাম কমে আসবে বলেও জানিয়েছেন তারা। বর্তমানে যে দামে চাল বিক্রি হচ্ছে ভারতীয় চাল আসার ফলে কেজিতে ৪-৫ টাকা করে দাম কমবে বলে দাবি আমদানিকারকদের।

উল্লেখ্য, সর্বশেষ বন্দর দিয়ে গত বছরের ৩০ নভেম্বর চাল আমদানি হয়েছিল। এর পর থেকে হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি বন্ধ রাখে বাংলাদেশ সরকার।