
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক সজিব সরকারের নেতৃত্বে প্রায় দুই শতাধিক ছাত্র-ছাত্রী বিএনপির ছাত্রদলে যোগদান করেন।
এ সময় ইকবাল হাসান মাহমুদ টুকু নতুন সদস্যদেরকে স্বাগত জানিয়ে বলেন, ছাত্রদের আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার কথা উল্লেখ করেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক সজিব সরকার বলেন, ছাত্রদলের সঙ্গে যোগদানের মাধ্যমে তারা গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার পুনঃপ্রকাশ করেছেন। তিনি বলেন, বিএনপির হাত ধরেই বাংলাদেশের সকল উন্নয়ন হয়েছে এবং ভবিষ্যতেও এই দলই দেশের উন্নতির পথ দেখাবে।
এছাড়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সিনিয়র মুখ্য সংগঠক জুবায়ের আল ইসলাম সেজান আহমেদ জানান, নির্দলীয় ব্যানারে কাজ করার সময় তারা একাধিক বাধার সম্মুখীন হয়েছেন, তবে এখন তারা ছাত্রদলে যোগদান করতে পেরে সন্তুষ্ট।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, নতুন সদস্যরা শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদলে যোগদান করেছেন। তারা নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করবেন এবং বিভিন্ন কলেজে অরাজকতা-অনিয়ম নিরসনসহ তরুণ মেধাবীদের সংগঠিত করবেন।
সিরাজগঞ্জ প্রতিনিধি 






































