
আতাউর রহমান, সাতক্ষীরা ব্যুরোঃ
মাতার কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনি প্রচার কাজ শুরু করলেন সাতক্ষীরা-১ আসনের বিএনপি প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে সাতক্ষীরার কলারোয়া পৌরসভার ১ নং ওয়ার্ড তুলসীডাঙ্গা পশ্চিম পাড়ায় অবস্থিত পারিবারিক কবরস্থানে উপস্থিত হয়ে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব পিতা-মাতাভাই সহ পরিবারের প্রয়াত সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। পিতা এসএম আব্দুল লতিফ খান, মাতা বড়ো ভাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, মেজো ভাই শহিদুল ইসলাম, অপর ভাই হাফিজুল ইসলামসহ পরিবারের প্রয়াত সদস্যদের উদ্দেশ্যে তিনি তাঁর দুই ভাই রজিবুল ইসলাম ও হালিমুল ইসলাম, স্বজন ও দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে কবর জিয়ারত করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, পৌর বিএনপির সাবেক সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, সাবেক অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, শেখ আব্দুল কাদের বাচ্চু, সাবেক ইউপি চেয়ারম্যান ইব্রাহিম হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, বিএনপি নেতা প্রভাষক সালাউদ্দিন পারভেজ, আখলাকুর রহমান শেলী, খালিদ খান, উপজেলা যুবদলের আহ্বায়ক এমএ হাকিম সবুজ, উপজেলা কৃষক দলের আহবায়ক মাস্টার মনিরুজ্জামান, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, পৌর যুবদলের আহবায়ক আব্দুল মজিদ, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মুসা কালিমুল্লাহ, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক শাহাবুদ্দিন, আনারুল ইসলাম, যুবদল নেতা শফিউল আলম শফি, তাঁতিদল নেতা রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক শহজালাল আহমেদ সাজুসহ বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের পরিবারের প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ আশিকুর রহমান।
আতাউর রহমান, সাতক্ষীরা ব্যুরোঃ 






































