
মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র রমজান মাসে পূর্ণ ছুটির ব্যবস্থা এবং সাপ্তাহিক ছুটির দিনগুলোকে বার্ষিক ছুটির তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। জোটের পক্ষ থেকে ২২ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর একটি আবেদন জমা দেওয়া হয়েছে। আবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের বার্ষিক ছুটির তালিকায় রমজান মাসের প্রায় ১৫ দিন বিদ্যালয় খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছে, যা শিক্ষক ও শিক্ষার্থীদের রোজা ও রাতের তারাবিহ নামাজের কারণে শারীরিক ও মানসিক কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। তাই পুরো রমজান মাস বিদ্যালয়ে ছুটি রাখার দাবি জানানো হয়েছে।
অন্যদিকে, ২০২৬ সালের বার্ষিক ছুটির তালিকায় ৮টি সাপ্তাহিক ছুটির দিনকে (শুক্রবার ও শনিবার) সাধারণ ছুটির হিসাব অন্তর্ভুক্ত করা হয়েছে যা শিক্ষক নেতারা অযৌক্তিক মনে করছেন। তারা এই সাপ্তাহিক ছুটিগুলোকে বার্ষিক ছুটির তালিকা থেকে বাদ দিয়ে পুনর্বিবেচনা করার দাবি জানিয়েছেন।
শিক্ষক নেতারা আরও উল্লেখ করেছেন, ২০২৬ সালে মাধ্যমিক বিদ্যালয়ের ছুটি ১২ দিন কমিয়ে মোট ৬৪ দিন করা হয়েছে, যেখানে মাদ্রাসায় রমজান মাসে পুরো ছুটি রাখা হয়েছে, যা এক ধরনের বৈষম্য সৃষ্টি করছে।
তারা আশা করছেন, শিক্ষা প্রশাসন মানবিক বিবেচনায় দ্রুত ছুটির তালিকা সংশোধন করবে।
নিজস্ব প্রতিবেদকঃ 






































