
মাহামুদুল ইসলাম জয়, পঞ্চগড়
উত্তরবঙ্গ গরিব নয় গরিব করে রাখা হয়েছে।
উত্তরবঙ্গকে এতকাল অবহেলা করে ‘সৎ মায়ের মতো’ আচরণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৩ জানুয়ারি) পঞ্চগড়ে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানানোর ঘোষণা দেন।
মঞ্চে উপস্থিত হয়ে ডা. শফিকুর রহমান বলেন, এই উত্তরবঙ্গ বাংলাদেশকে খাদ্য এবং পুষ্টি সরবরাহ করে আর সেই উত্তরবঙ্গকে পিছিয়ে রাখা হয়েছে। আমি তার স্বাক্ষী হতে এসেছি।আমরা উত্তরবঙ্গ থেকে আগামীতে আর কোন বেকার দেখতে চাই না। প্রত্যেকের হাতে মর্যাদার কাজ তুলে দিতে চাই।
তিনি ভারসাম্যপূর্ণ উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বলেন, এখন থেকে উন্নয়ন টেকনাফ থেকে তেঁতুলিয়া নয়, বরং তেঁতুলিয়া থেকে টেকনাফ হিসেবে গণ্য করা হবে।
নদীগুলোর দুরবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, আল্লাহর নেয়ামত নদীগুলোকে খুন করা হয়েছে। একটি পক্ষ শুধু নির্বাচনের আগে নদী নিয়ে কথা বলে, পরে আর খোঁজ থাকে না। আমরা এমন রাজনীতি ঘৃণা করি।
১০ দলীয় জোট সরকার গঠন করলে পাঁচ বছরে উত্তরবঙ্গের চেহারা বদলে দেওয়া হবে এবং নদীগুলোর জীবন ফিরিয়ে দেওয়া হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।
উন্নয়নের অর্থের উৎস সম্পর্কে জামায়াত আমির বলেন, পঞ্চগড়েও মেডিকেল কলেজ করা হবে। প্রশ্ন আসতে পারে এত টাকা কোথায় থেকে আসবে? যারা এতদিন দেশ থেকে টাকা পাচার করেছে, তাদের পেটের ভেতর থেকে সেই টাকা বের করে আনা হবে।
জুলাই যোদ্ধাদের ঋণ পরিশোধের অঙ্গীকার করে তিনি বলেন, আমাদের কাছে কোনো কার্ড নেই, জনগণই আমাদের কার্ড।” এ সময় তিনি হুঁশিয়ারি দেন যে, জনগণের ভোট কেউ ডাকাতি করার চেষ্টা করলে তা কঠোর হস্তে রুখে দিতে হবে।
মাহামুদুল ইসলাম জয়, পঞ্চগড় 






































