
জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি:
দুর্নীতিবাজ ধুরন্ধররা উত্তরাঞ্চলের মানুষদের গরিব করে রেখেছে। দুর্নীতি ও দুঃশাসন না থাকলে উত্তরাঞ্চল কৃষিভিত্তিক শিল্পের রাজধানী হতো। আগামীতে ইনসাফের ভিত্তিতে দেশ চললে কৃষক তার পণ্যের ন্যায্যমূল্য পাবে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে (বড় মাঠ) নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, আমরা প্রতিটি ঘরকে এক একটা ইন্ডাস্ট্রিতে পরিণত করবো। দুর্নীতি ও অপশাসনের কারণে উত্তরাঞ্চলের প্রকৃত উন্নতি হয়নি বলেও অভিযোগ করেন তিনি। আর অনেকে বলেন বেকার ভাতা দেবেন, এটা অসম্মানের। ক্ষমতায় গেলে বেকারদের জন্য অসম্মানের ভাতা নয়, কর্মসংস্থান নিশ্চিত করা হবে।
তিনি বলেন, ক্ষমতায় গেলে তিন শর্তে সবাইকে নিয়ে দেশ গড়বে জামায়াত। প্রথমত- কোনো দুর্নীতি নিজে করবেন না এবং কোনো দুর্নীতিবাজকে বগলের নিচে আশ্রয় দেবেন না। দ্বিতীয়ত- সকলের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা হবে। তৃতীয়ত সকল বৈষম্যের কবর রচনা করতে গণভোটে হ্যাঁ দিয়ে পাস করাতে হবে। কোনো একক দল নয়, জনগণের প্রতিনিধিরা আগামীর বাংলাদেশ বিনির্মাণে অংশ নেবে। জামায়াত সরকার গঠনের সুযোগ পেলে দেশের সবকটি জেলায় একটি করে মানসম্মত মেডিকেল কলেজ তৈরি করা হবে বলে প্রতিশ্রুতি দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
জনসভায় জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে ঠাকুরগাঁওয়ের তিন টি আসনের প্রার্থী ও নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: 






































