
ইবি প্রতিনিধি
সকল প্রকার নিয়োগ-নির্বাচনী বোর্ড বন্ধের জন্য নেতাকর্মীদের নিয়ে মহড়া চালিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। এসময় তারা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হককে উপাচার্যের কাছে সুপারিশ করার জন্য আহ্বান জানান। শনিবার (২৪ জানুয়ারী) দুপুরে রেজিস্ট্রারের কার্যালয়ে গিয়ে তারা এ দাবি জানান।
বিভিন্ন সূত্রে জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে ইবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগের জন্য নির্বাচন বোর্ড হওয়ার কথা আছে। এই শিক্ষক নিয়োগ নির্বাচন বোর্ড বন্ধ করার জন্য বিএনপিপন্থি একাধিক শিক্ষক ও শাখা ছাত্রদল বিভিন্নভাবে তোড়জোড় শুরু করেছেন। শনিবার শাখা ছাত্রদলের নেতাকর্মীরা নিয়োগ বন্ধের জন্য প্রশাসন ভবনে মহড়া চালায়। অথচ তীব্র শিক্ষক সংকটে ভুগছে বিশ্ববিদ্যালয়টি।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৪ টি বিভাগে শিক্ষক সংকটে অ্যাকাডেমিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে শিক্ষার্থীরা পর্যাপ্ত পাঠদান পাচ্ছে না। শিক্ষক সংকট থাকায় বিভাগ চালাতে শিক্ষকরাও হিমশিম খাচ্ছে। অথচ শিক্ষার্থীদের চাহিদার বিপরীতে অবস্থান নিয়েছে শাখা ছাত্রদল। বিষয়টি জানার শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের এক শিক্ষার্থী জানান, বিশ্ববিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট থাকা সত্বেও ছাত্রদলের এমন কর্মকাণ্ড হতাশাজনক। ছাত্রদলের এমন শিক্ষার্থীবিরোধী অবস্থান তাদের জন্য কখনো কল্যাণ নিয়ে আসবে না।
এ বিষয়ে ইবি শাখা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমি মিথুন বলেন, ” নিয়োগ বন্ধের জন্য কোন কিছু করা হয় নি। আমরা এমনিতেই দেখা করেছি।”
এ বিষয়ে রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক বলেন, আমার এখানে ছাত্রদল এসেছিল। তারা জাতীয় নির্বাচনের আগে সকল প্রকার নিয়োগ বন্ধের জন্য উপাচার্যের কাছে আমাকে বলতে বলেছেন।
নিয়োগ বন্ধ করতে কোনো ছাত্রসংগঠন বলার এখতিয়ার রাখে কিনা জানতে চাইলে তিনি বলেন, এমন এখতিয়ার তাদের নেই।
ইবি প্রতিনিধি 





































