রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গণসংযোগকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ

প্রতীকী ছবি

নাটোরের বড়াইগ্রামে বিএনপি প্রার্থীর গণসংযোগকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় দুই বিএনপি নেতা আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (২৪ জানুয়ারি) বড়াইগ্রাম উপজেলার আহম্মদপুর বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন: উপজেলার জোয়াড়ি ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক কামাল হোসেন ও উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান।

প্রত্যক্ষদর্শীরা জানান, বড়াইগ্রাম উপজেলার আহম্মদপুর বাজারে উপজেলা শ্রমিকদল আগেই একটি অফিস তৈরি করে। পরে একই এলাকায় জোয়াড়ি ইউনিয়ন বিএনপি একটি নির্বাচনী অফিস তৈরি করে।

আজ সকালে আহম্মদপুর বাজারে গণসংযোগে যাওয়ার কথা ছিলো নাটোর-৪ আসনের বিএনপি প্রার্থী আব্দুল আজিজের। এ উপলক্ষে উভয় পক্ষ নিজ নিজ অফিসের সামনে প্রস্তুতি নেয়। এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে সিনিয়র নেতৃবৃন্দ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় দুজন আহত হন। এ ঘটনার পর সেখানে আর গণসংযোগে যাননি প্রার্থী আব্দুল আজিজ।

এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, খবর পেয়ে সিনিয়র নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
জনপ্রিয়

বেশি হাংকিপাংকি করবেন না: পাটওয়ারী

গণসংযোগকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ

প্রকাশের সময় : ০৭:৫০:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

নাটোরের বড়াইগ্রামে বিএনপি প্রার্থীর গণসংযোগকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় দুই বিএনপি নেতা আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (২৪ জানুয়ারি) বড়াইগ্রাম উপজেলার আহম্মদপুর বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন: উপজেলার জোয়াড়ি ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক কামাল হোসেন ও উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান।

প্রত্যক্ষদর্শীরা জানান, বড়াইগ্রাম উপজেলার আহম্মদপুর বাজারে উপজেলা শ্রমিকদল আগেই একটি অফিস তৈরি করে। পরে একই এলাকায় জোয়াড়ি ইউনিয়ন বিএনপি একটি নির্বাচনী অফিস তৈরি করে।

আজ সকালে আহম্মদপুর বাজারে গণসংযোগে যাওয়ার কথা ছিলো নাটোর-৪ আসনের বিএনপি প্রার্থী আব্দুল আজিজের। এ উপলক্ষে উভয় পক্ষ নিজ নিজ অফিসের সামনে প্রস্তুতি নেয়। এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে সিনিয়র নেতৃবৃন্দ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় দুজন আহত হন। এ ঘটনার পর সেখানে আর গণসংযোগে যাননি প্রার্থী আব্দুল আজিজ।

এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, খবর পেয়ে সিনিয়র নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।