রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আমার হাঁস, আমার চাষ করা ধানই খাইবো: রুমিন ফারহানা

ছবি-সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, এবারের নির্বাচনে সাধারণ মানুষের প্রতীক হচ্ছে হাঁস। আমজনতার প্রতীক হচ্ছে হাঁস মার্কা। উন্নয়নের এবং গণতন্ত্রের প্রতীক হচ্ছে হাঁস। সুতরাং এটা সাধারণ মানুষের মার্কা। এটা কোন নেতার মার্কা নয়, এটা কো হাইকমান্ডের মার্কা না। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় নিজ নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার শাহবাজপুর দুই নম্বর ওয়ার্ডে সংক্ষিপ্ত পথ সভায় এসব কথা বলেন।

 তিনি বলেন, আপনাদের কাছে আমার হাত জোড় অনুরোধ ১১ ফেব্রুয়ারি বিকেল থেকে ১২ই ফেব্রুয়ারি রাত পর্যন্ত যার যার কেন্দ্রের পাহারায় থাকবেন। একটা জাল ভোট যেন কেউ দিতে না পারে। আমার একটা হাঁস যেন কোনো শিয়াল চুরি না করে। গুনে গুনে আপনারা হাঁস খোয়ারে তুলবেন। গত ১৫ বছর হাল চাষ করলাম। বীজ দিলাম, ধান লাগাইলাম ফসল কাটার সময় যদি মরুভূমি আসে, কেমনটা লাগে। আমার হাঁস আমার চাষ করা ধানই খাইবো। আপনাদের দোয়া চাই। সাহায্য চাই, সহযোগিতা চাই।
 রুমিন বলেন, আগামী ১২ই ফেব্রুয়ারি সারাদিন ভোট গণনা পর্যন্ত আপনারা কেন্দ্র পাহারায় থাকবেন। আপনারাই আমার ভোটের হেফাজতকারী। আপনার একটা দিন আমার জন্য কষ্ট করেন। আগামী পাঁচটা বছর আমি সরাইল আশুগঞ্জেকে উন্নয়নের রোল মডেল করব।
 
তিনি বলেন, আমার মা বোনেরা আমাকে গ্যাসের কথা বলেছেন। ব্রাহ্মণবাড়িয়ায় হাজার নেতা এসেছেন, হাজার নেতা গেছেন। ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস ব্রাহ্মণবাড়িয়া পাবে। তারপর অন্য এলাকার মানুষ পাবে, এই কথা আমিই প্রথম বলছি। সুতরাং আমার এলাকার মানুষের যা দাবি আমারও তা দাবি। এলাকার মানুষের প্রার্থী আমি। এলাকার মানুষ যা চাবে, সেটা যে করে হোক এনে দেয়া দায়িত্ব হচ্ছে আমার।
জনপ্রিয়

টানা দু’দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে বিরাজ করছে

আমার হাঁস, আমার চাষ করা ধানই খাইবো: রুমিন ফারহানা

প্রকাশের সময় : ০৭:৫৬:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, এবারের নির্বাচনে সাধারণ মানুষের প্রতীক হচ্ছে হাঁস। আমজনতার প্রতীক হচ্ছে হাঁস মার্কা। উন্নয়নের এবং গণতন্ত্রের প্রতীক হচ্ছে হাঁস। সুতরাং এটা সাধারণ মানুষের মার্কা। এটা কোন নেতার মার্কা নয়, এটা কো হাইকমান্ডের মার্কা না। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় নিজ নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার শাহবাজপুর দুই নম্বর ওয়ার্ডে সংক্ষিপ্ত পথ সভায় এসব কথা বলেন।

 তিনি বলেন, আপনাদের কাছে আমার হাত জোড় অনুরোধ ১১ ফেব্রুয়ারি বিকেল থেকে ১২ই ফেব্রুয়ারি রাত পর্যন্ত যার যার কেন্দ্রের পাহারায় থাকবেন। একটা জাল ভোট যেন কেউ দিতে না পারে। আমার একটা হাঁস যেন কোনো শিয়াল চুরি না করে। গুনে গুনে আপনারা হাঁস খোয়ারে তুলবেন। গত ১৫ বছর হাল চাষ করলাম। বীজ দিলাম, ধান লাগাইলাম ফসল কাটার সময় যদি মরুভূমি আসে, কেমনটা লাগে। আমার হাঁস আমার চাষ করা ধানই খাইবো। আপনাদের দোয়া চাই। সাহায্য চাই, সহযোগিতা চাই।
 রুমিন বলেন, আগামী ১২ই ফেব্রুয়ারি সারাদিন ভোট গণনা পর্যন্ত আপনারা কেন্দ্র পাহারায় থাকবেন। আপনারাই আমার ভোটের হেফাজতকারী। আপনার একটা দিন আমার জন্য কষ্ট করেন। আগামী পাঁচটা বছর আমি সরাইল আশুগঞ্জেকে উন্নয়নের রোল মডেল করব।
 
তিনি বলেন, আমার মা বোনেরা আমাকে গ্যাসের কথা বলেছেন। ব্রাহ্মণবাড়িয়ায় হাজার নেতা এসেছেন, হাজার নেতা গেছেন। ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস ব্রাহ্মণবাড়িয়া পাবে। তারপর অন্য এলাকার মানুষ পাবে, এই কথা আমিই প্রথম বলছি। সুতরাং আমার এলাকার মানুষের যা দাবি আমারও তা দাবি। এলাকার মানুষের প্রার্থী আমি। এলাকার মানুষ যা চাবে, সেটা যে করে হোক এনে দেয়া দায়িত্ব হচ্ছে আমার।