রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বেশি হাংকিপাংকি করবেন না: পাটওয়ারী

ছবি-সংগৃহীত

ঢাকা-৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাসকে ইঙ্গিত করে একই আসনের এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আমার সঙ্গে কখনও হাংকিপাংকি করবেন না, আমাকে ক্ষ্যাপাবেন না।  শনিবার (২৪ জানুয়ারি) নির্বাচনি প্রচারণা সমাবেশে তিনি এ কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা আপনার বিরোধিতা করতে চাই না। তবে, মনে রাইখেন শেখ হাসিনাকে কিন্তু দিল্লিতে পাঠিয়ে দিয়েছি। তিনি বলেন, গুলিস্তানে নাকি স্ট্যাম্প এবং হকিস্টিক পাওয়া যাচ্ছে না। সব নাকি বিক্রি হয়ে গিয়েছে। এসব স্ট্যাম্প এবং হকিস্টিক নিয়ে তার নেতাকর্মীরা গাড়িতে করে ঘোরাফেরা করে।

ঢাকা-৯ আসনের এই প্রার্থী আরও বলেন, আসুন, খেলা হবে…দেখি কেমন খেলা খেলতে পারেন। মেরে ফেলবেন, এক হাদি মারা গিয়েছে, লক্ষ হাদি এই আসনে দাঁড়াবে। বিএনপির উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিএনপির অসংখ্য ভাই বাংলাদেশে নির্যাতিত হয়েছিল। একটা দিনও তো আপনারা তাদের কথা বলেন না। যাদের রক্তের ওপরে দাঁড়িয়ে ঋণখেলাপিদের, দ্বৈত নাগরিকদেরকে বিদেশ থেকে আইনা নমিনেশন দিচ্ছেন, এই মানুষগুলার বদদোয়ায় আপনারা ছারখার হয়ে যাবেন।

তিনি বলেন, চান্দাবাজদের উচ্ছেদ করাই বাংলাদেশের পজিটিভ কথা। দুর্নীতি, সন্ত্রাসকে উচ্ছেদ করতে চাই। কারণ এসব সন্ত্রাসীর কারণে আর কোনো ওসমান হাদি যেন শহীদ না হন।

জনপ্রিয়

যশোর সালিশ শেষে ফেরার পথে হিজড়া যুবককে ব্লেড দিয়ে কুপিয়ে জখম

বেশি হাংকিপাংকি করবেন না: পাটওয়ারী

প্রকাশের সময় : ০৮:২৫:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

ঢাকা-৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাসকে ইঙ্গিত করে একই আসনের এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আমার সঙ্গে কখনও হাংকিপাংকি করবেন না, আমাকে ক্ষ্যাপাবেন না।  শনিবার (২৪ জানুয়ারি) নির্বাচনি প্রচারণা সমাবেশে তিনি এ কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা আপনার বিরোধিতা করতে চাই না। তবে, মনে রাইখেন শেখ হাসিনাকে কিন্তু দিল্লিতে পাঠিয়ে দিয়েছি। তিনি বলেন, গুলিস্তানে নাকি স্ট্যাম্প এবং হকিস্টিক পাওয়া যাচ্ছে না। সব নাকি বিক্রি হয়ে গিয়েছে। এসব স্ট্যাম্প এবং হকিস্টিক নিয়ে তার নেতাকর্মীরা গাড়িতে করে ঘোরাফেরা করে।

ঢাকা-৯ আসনের এই প্রার্থী আরও বলেন, আসুন, খেলা হবে…দেখি কেমন খেলা খেলতে পারেন। মেরে ফেলবেন, এক হাদি মারা গিয়েছে, লক্ষ হাদি এই আসনে দাঁড়াবে। বিএনপির উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিএনপির অসংখ্য ভাই বাংলাদেশে নির্যাতিত হয়েছিল। একটা দিনও তো আপনারা তাদের কথা বলেন না। যাদের রক্তের ওপরে দাঁড়িয়ে ঋণখেলাপিদের, দ্বৈত নাগরিকদেরকে বিদেশ থেকে আইনা নমিনেশন দিচ্ছেন, এই মানুষগুলার বদদোয়ায় আপনারা ছারখার হয়ে যাবেন।

তিনি বলেন, চান্দাবাজদের উচ্ছেদ করাই বাংলাদেশের পজিটিভ কথা। দুর্নীতি, সন্ত্রাসকে উচ্ছেদ করতে চাই। কারণ এসব সন্ত্রাসীর কারণে আর কোনো ওসমান হাদি যেন শহীদ না হন।