
যশোর অফিস
জাগরণী চক্র ফাউন্ডেশন (জেসিএফ)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মরহুম মো. আজাদুল কবির আরজু’র ইচ্ছা অনুযায়ী তাঁর মরদেহ চিকিৎসা শিক্ষার্থীদের শিক্ষার স্বার্থে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে দান করা হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় যশোর মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা.শরিফুল আলম খানের কাছে আনুষ্ঠানিকভাবে মরদেহ হস্তান্তর করা হয়।
পরিবারের পক্ষে মরদেহ হস্তান্তর প্রক্রিয়ায় অংশ নেন মরহুমের স্ত্রী মেরীনা আখতার, ভাই মোস্তফা কামাল ও কন্যা নিবেদিতা নার্গিস।
এর আগে সকাল সাড়ে ৯টায় যশোর শহরের মুজিব সড়কস্থ জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে মরহুম আজাদুল কবির আরজু’র তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় জেসিএফ-এর মাঠ পর্যায়ের ৫২ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এদিন সকাল সাড়ে ৮টা থেকে জেসিএফ প্রধান কার্যালয়ে সর্বস্তরের মানুষ মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। জাগরণী চক্র ফাউন্ডেশনের চারটি অঞ্চল ও ২৫টি জোন ছাড়াও শ্রদ্ধা নিবেদন করে শিশু নিলয় ফাউন্ডেশন, চরকা পরিবার, সিএসপি, সিএইচপি, এনজিও যশোর, জেসিএফ-এর সাবেক।
যশোর অফিস 






































