
স্টাফ রিপোর্টার
‘অতন্দ্র প্রহরা আর দৃঢ় অঙ্গীকারে দেশের সুরক্ষায় কাস্টমস’ এই শ্লোগানে বেনাপোল স্থলবন্দরে কাস্টমস হাউস আয়োজিত আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৬ পালিত হয়েছে। প্রতিবছর বাংলাদেশসহ বিশ্বের ১৮৩টি দেশে দিবসটি উদযাপন করা হয়।
দিবসটি উপলক্ষে সোমবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় বেনাপোল কাস্টম হাউস অডিটোরিয়ামে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমানের সভাপতিত্বে সেমিনার ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য জিএম আবুল কালাম কায়কোবাদ।
বিশেষ অতিথি ছিলেন, যশোর কর কমিশনার মো. মাসুদ রানা, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার মো. আব্দুল হাকিম, বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ শামসুর রহমান।
প্রধান অতিথি জিএম আবুল কালাম কায়কোবাদ বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে রাজস্ব আদায়ে প্রতিটি কাস্টমস কর্মকর্তাকে যথেষ্ট আন্তরিক হতে হবে। দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে দেশের সব নাগরিককে ট্যাক্স ও ভ্যাট প্রদানে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এ সময় সেমিনারে অংশ নেন কাস্টমস ও বন্দরের কর্মকর্তা, পুলিশ, বিজিবি, আমদানি ও রপ্তানিকারকসহ সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট অ্যাসোসিয়েশনের নেতারা।
স্টাফ রিপোর্টার 







































