
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান। একটা সময় দাঁপিয়ে কাজ করেছেন। এরপর ব্যক্তিগত জীবনের প্রয়োজনে স্থায়ী আবাস গড়েছেন যুক্তরাষ্ট্রে। সম্প্রতি একটি পডকাস্টে অভিনেত্রীর সঙ্গে অভিনেতা শাহরিয়া নাজিম জয়ের সম্পর্কের বিষয়টি সামনে আসে। সেখানো খোলামেলা উত্তর দিয়েছেন রিচি।
সম্প্রতি এক পডকাস্টে হাজির হন প্রতিভাবান এই অভিনেত্রী। সেখানে পডকাস্টের সঞ্চালকের প্রশ্নে উঠে আসে তার বৈবাহিক জীবন, শ্যুটিং সেটে প্রেম ও আমেরিকার প্রবাস জীবন নিয়ে নানা তথ্য।
অভিনেতা শাহরিয়া নাজিম জয়ের সঙ্গে রিচির প্রেমের সম্পর্ক ছিল কিনা সে প্রশ্নে তিনি বলেন, ‘প্রেম-ভালোবাসা অনেক আপেক্ষিক ব্যাপার। কাজ করতে গেলে অনেকের সাথে প্রেম হতে পারে। আমার ডিরেক্টরের সাথে প্রেম হতে পারে, ক্যামেরাম্যানের সাথে হতে পারে।’
তিনি রহস্য রেখে আরও বলেন, ‘কাজ করতে করতে বন্ধুত্বটা আগে হয়। জয়ের সাথে বন্ধুত্বটা অনেক বেশি ছিল। আর সেই বন্ধন থেকেই একটা ভালোলাগা তৈরি হতে পারে। আমি তখন ছোট ছিলাম। সেসময় আমার ভালো লাগাটাই হয়তো প্রেম ছিল।’
‘কিন্তু এখন এসে মনে হয় সেটা হয়তো প্রেম ছিল না। একটা মোহ ছিল। ওইসময় একসাথে কাজ করতে গিয়ে একটা ভালো অনুভূতি তৈরি হয়েছিল শুধু।’
উল্লেখ্য, ২০০৮ সালের ২৮ ফেব্রুয়ারি আমেরিকা প্রবাসী রাশেকুর রহমান মালিককে বিয়ে করেছেন তিনি। বর্তমানে কিছুদিন বিরতি নিয়ে হলেও অভিনয়টা ধরে রেখেছেন তিনি।
বিনোদন ডেস্ক 






































