মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্ববাসীর কাছে জাতীয় নির্বাচন বাংলাদেশের ভাবমূর্তি রক্ষার বড় চ্যালেঞ্জ: সানাউল্লাহ

ছবি-সংগৃহীত

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ‘বিশ্ববাসীর কাছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ভাবমূর্তি রক্ষার বড় একটা চ্যালেঞ্জ।

সোমবার ((২৬ জানুয়ারি) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেল, ভিজিল্যান্স ও অভজাবেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন নির্বাচন কমিশনার। তিনি বলেন, ‘নির্বাচনের আগে ও পরে দেশজুড়ে কয়েক স্তরের নিরাপত্তা বজায় থাকবে। যাতে কোনো অপশক্তি নির্বাচনী পরিবেশ বানচাল করতে না পারে।

নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে অনৈতিক আর্থিক লেনদেন নিয়ে কঠোর নজরদারি রয়েছে জানিয়ে নির্বাচন কমিশনার বলেন, ‘এই জন্য মোবাইল ব্যাংকিং কার্যক্রম নজরদারিতে রাখার উদ্যোগ নেয়া হয়েছে।’

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘ব্যালট এবং পোস্টাল ভোটের স্বচ্ছতার জন্য সবধরনের পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। এই সংশ্লিষ্ট এলাকার রিটার্নিং কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব সততার সঙ্গে পালনের জন্য কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।’

মতবিনিময় সভায় চাঁদপুরে নির্বাচনী প্রস্তুতি নিয়ে স্বাগত বক্তব্য রাখেন: রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার।

অন্যদের মধ্যে চাঁদপুরের পুলিশ সুপার রবিউল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন, চাঁদপুরে সেনাবাহিনীর কমান্ডিং অফিসার লে. কর্নেল মোয়াজ্জেম হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা, জেলার ৫টি নির্বাচনী আসনের সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তা, কোস্টগার্ড, বিজিবি, ‌র‍্যাব, পুলিশ আনসার ও নির্বাচনের সঙ্গে জড়িত অন্যান্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জনপ্রিয়

মৌলভীবাজার-২ আসনে প্রার্থীদের জোর প্রচারণা 

বিশ্ববাসীর কাছে জাতীয় নির্বাচন বাংলাদেশের ভাবমূর্তি রক্ষার বড় চ্যালেঞ্জ: সানাউল্লাহ

প্রকাশের সময় : ০৩:৩৭:১০ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ‘বিশ্ববাসীর কাছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ভাবমূর্তি রক্ষার বড় একটা চ্যালেঞ্জ।

সোমবার ((২৬ জানুয়ারি) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেল, ভিজিল্যান্স ও অভজাবেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন নির্বাচন কমিশনার। তিনি বলেন, ‘নির্বাচনের আগে ও পরে দেশজুড়ে কয়েক স্তরের নিরাপত্তা বজায় থাকবে। যাতে কোনো অপশক্তি নির্বাচনী পরিবেশ বানচাল করতে না পারে।

নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে অনৈতিক আর্থিক লেনদেন নিয়ে কঠোর নজরদারি রয়েছে জানিয়ে নির্বাচন কমিশনার বলেন, ‘এই জন্য মোবাইল ব্যাংকিং কার্যক্রম নজরদারিতে রাখার উদ্যোগ নেয়া হয়েছে।’

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘ব্যালট এবং পোস্টাল ভোটের স্বচ্ছতার জন্য সবধরনের পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। এই সংশ্লিষ্ট এলাকার রিটার্নিং কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব সততার সঙ্গে পালনের জন্য কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।’

মতবিনিময় সভায় চাঁদপুরে নির্বাচনী প্রস্তুতি নিয়ে স্বাগত বক্তব্য রাখেন: রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার।

অন্যদের মধ্যে চাঁদপুরের পুলিশ সুপার রবিউল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন, চাঁদপুরে সেনাবাহিনীর কমান্ডিং অফিসার লে. কর্নেল মোয়াজ্জেম হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা, জেলার ৫টি নির্বাচনী আসনের সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তা, কোস্টগার্ড, বিজিবি, ‌র‍্যাব, পুলিশ আনসার ও নির্বাচনের সঙ্গে জড়িত অন্যান্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।