
ইবি প্রতিনিধি
সাজিদ আবদুল্লাহ হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এই মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সহ-সমন্বয়ক তানভীর মন্ডল, কর্মসূচী পরিচালনা কমিটির আহ্বায়ক বোরহান উদ্দিনসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী ও শিক্ষার্থীরা।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, “সাজিদ হত্যার পর সিআইডি ও বিভিন্ন তদন্ত কমিটি কাজ করছে বলা হলেও আজ পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। প্রশাসনের গঠিত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির রিপোর্টেও বেশ কয়েকজনের সংশ্লিষ্টতার কথা উঠে এসেছে, কিন্তু কাউকে গ্রেপ্তার করা হয়নি। প্রশাসনের ব্যর্থতার দায় প্রশাসনকেই নিতে হবে।”
উল্লেখ্য, গত ১৭ জুলাই বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুর থেকে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। পরে ৩ আগস্ট ভিসেরা রিপোর্টে জানা যায়, তার মৃত্যু হয়েছে শ্বাসরোধে। ঘটনার পর সাজিদের বাবা আহসান হাবিবুল্লাহ ৪ আগস্ট ইবি থানায় হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে তার আবেদনের ভিত্তিতে মামলাটির তদন্তভার ১৩ সেপ্টেম্বর সিআইডির কাছে হস্তান্তর করা হয়।
ইবি প্রতিনিধি 






































