
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ঈদগাহ মাঠের জমি দখল নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের চারজন আহত হয়েছেন।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের দেওড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, দেওড়া গ্রামের ঈদগাহ মাঠের একটি অংশ সরকারি সম্পত্তির অন্তর্ভুক্ত। তবে মাঠসংলগ্ন এলাকার ইউসুব আলী ও তার অনুসারীরা ওই জমি নিজেদের দাবি করে দীর্ঘদিন ধরে দখলের চেষ্টা করে আসছিলেন। এ নিয়ে একই গ্রামের ইদ্রিস আলীর সঙ্গে বিরোধ চলছিল।
ঘটনার দিন সার্ভেয়ার দিয়ে জমি পরিমাপের সময় উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা সৃষ্টি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষে রূপ নেয়। এতে ইদ্রিস আলী (৫০), তার ছেলে জাকির হোসেন (৩২), আলম সরকার (৩০) ও আব্দুল লতিফ (৩০) আহত হন। আহতদের তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি বলে পুলিশ জানিয়েছে।
সিরাজগঞ্জ প্রতিনিধি 






































