মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে নির্বাচনি মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষ, উভয় পক্ষের আহত

সিরাজগঞ্জ প্রতিনিধি 
সিরাজগঞ্জ-২ সংসদীয় আসনের বহুলী ইউনিয়নে নির্বাচনি মিছিলকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় বহুলী ইউনিয়নের ডুমুরইছা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্র জানায়, সন্ধ্যার দিকে ডুমুরইছা বাজার এলাকায় পৃথক সময়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর নির্বাচনি মিছিল অনুষ্ঠিত হচ্ছিল। একপর্যায়ে মিছিল দুটি কাছাকাছি এলে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় উভয় পক্ষের কর্মীদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয় এবং পরে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষের ঘটনায় দুই দলেরই কয়েকজন কর্মী আহত হন। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের অন্যত্র পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
জনপ্রিয়

কেরানীগঞ্জে জামাতের নির্বাচনী প্রচারণায় হামলা, আহত ৩

সিরাজগঞ্জে নির্বাচনি মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষ, উভয় পক্ষের আহত

প্রকাশের সময় : ১১:১৭:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
সিরাজগঞ্জ প্রতিনিধি 
সিরাজগঞ্জ-২ সংসদীয় আসনের বহুলী ইউনিয়নে নির্বাচনি মিছিলকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় বহুলী ইউনিয়নের ডুমুরইছা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্র জানায়, সন্ধ্যার দিকে ডুমুরইছা বাজার এলাকায় পৃথক সময়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর নির্বাচনি মিছিল অনুষ্ঠিত হচ্ছিল। একপর্যায়ে মিছিল দুটি কাছাকাছি এলে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় উভয় পক্ষের কর্মীদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয় এবং পরে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষের ঘটনায় দুই দলেরই কয়েকজন কর্মী আহত হন। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের অন্যত্র পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।