
যশোর প্রতিনিধি
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এলাকা থেকে এক সাইকেল চোরকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে হাসপাতালের অভ্যন্তরে ওভারব্রিজের নিচ থেকে কর্তব্যরত পুলিশ সদস্য সোহেল রানা, হৃদয় (২০) নামে এক যুবককে আটক করেন। আটক হৃদয় যশোর সদর উপজেলার ধর্মতলা সুজলপুর এলাকার লিটন হোসেনের ছেলে।
আটকের পর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে এক পুড়িয়া গাঁজা, একটি কইলকেসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ২৪ জানুয়ারি বিকেলে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডের গেটের সামনে থেকে একটি বাইসাইকেল চুরি করে হৃদয়। পরবর্তীতে হাসপাতালের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে তাকে শনাক্ত করা হয়।
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, পুলিশ সদস্য সোহেল রানা তার দায়িত্ব পালনের ক্ষেত্রে পূর্বেও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আটক করে সুনাম অর্জন করেছেন। হাসপাতাল এলাকায় রোগী দেখতে আসা নারী-পুরুষের কাছ থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার ছিনতাইয়ের চেষ্টাকালে নারী চোর, প্রতারক ও অজ্ঞান পার্টির সদস্যসহ বিভিন্ন অপরাধীকে আটক করে আইনের আওতায় আনেন তিনি।
এছাড়া হাসপাতাল এলাকায় বিভিন্ন মানবিক ও প্রশংসনীয় কর্মকাণ্ডে পুলিশ সদস্য সোহেল রানার ভূমিকার কথাও স্থানীয়ভাবে আলোচিত রয়েছে।
যশোর প্রতিনিধি 






































