
মিন্টু কান্তি নাথ, রাজস্থলী প্রতিনিধি
রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলা বিভিন্ন বিহার থেকে অংশ নেওয়া প্রায় শতাধিক দায়ক-দায়িকা নিয়ে রাজস্থলী উপজেলার ২নং গাইন্দ্যা ইউনিয়নের চুশাক পাড়া বৌদ্ধ বিহারে প্রতি বছরের ন্যায় এই বছরে ১৮ তম ৫ দিন ব্যাপি বিদর্শন ভাবনা কর্মশালা বিভিন্ন ধর্মীয় শিক্ষনীয় দেশনার মধ্যে দিয়ে ২৭ই জানুয়ারি মঙ্গলবার বিহার প্রাঙ্গনে সম্পন্ন হয়েছে।চুশাক পাড়া বৌদ্ধ বিহারের পাঁচ দিন ব্যাপী বিদর্শন ভাবনা অনুষ্টান সমাপনীর দিন সকালে প্রার্থনা ও দেশনার মধ্য দিয়ে পাড়া এলাকায় মাঠ প্রদিক্ষণ করে পিন্ড শোভাযাত্রা করেন,এবং ভিক্ষু সংঘের পিন্ডদানসহ ধর্মীয় দেশনার মধ্যে দিয়ে সমাপ্তি হয়।
বিহার কমিটির ব্যবস্থাপনায় গত ২২ জানুয়ারী শুক্রবার সকাল থেকে শুরু হয় বিদর্শন ভাবনা । জগৎতের সকল সত্বগণের চিত্তের ক্লেশ বিশুদ্ধির লক্ষে চুশাক পাড়া বৌদ্ধ বিহারের দায়ক- দায়িকা বৃন্দের আয়োজিত বিদর্শন ভাবনা অনুশীলন পরিচালনা করেন চুশাক পাড়া বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত উঃ কিত্তিমা মহাথের। বিদর্শন ভাবনা সমাপনী উপলক্ষে ধ্যানীবৃন্দের পিন্ডচরণের মধ্যে দিয়ে শেষ হয়েছে বলে জানান ভিক্ষুগন। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ওয়াইন্নাসিরি, বিহার পরিচালনা কমিটির সভাপতি উনুমং মারমা,ক্যজাইঞো মারমা, সদস্য সচিব মংছোসে মারমা, উবাথোয়াই, ক্যহলাখয়, বাথোয়াইচিং, মংচিং, পাইথুইপ্রু, ক্যচিংনু মারমা প্রমুখ।
কমলছড়ি চুশাস পাড়া এলাকা থেকে ধ্যান করতে আসা উপাসক ও উপাসিকারা জানান অনেক পুণ্যের ফলে আমরা মনুষ্য জন্ম লাভ করেছি।আমাদের জানা ও না জানা সত্ত্বেও হয়তো চলার পথে অনেক ভুল করেছি,যেমন শরীরে বা কাপড়ে ময়লা লাগলে আমরা তাড়াতাড়ি পরিষ্কার করে নিই, কিন্তু আমরা মনের ময়লা বা পাপ পরিষ্কার করার জন্য কি কোন চেষ্টা করচ্ছি? তাই, মনের ময়লা বা পাপ পরিষ্কার করার জন্য বিদর্শন ভাবনা অনুশীলন করা সকল মানুষের জীবনে খুবই প্রয়োজন।এ বিদর্শন ভাবনা অনুশীলনের মাধ্যমে প্রত্যক্ষভাবে মানুষ নিজ ধ্যানের স্বরূপ উপলদ্ধি করতে পারে।পাঁচ দিন ব্যাপী ও ধ্যান অনুষ্টানটি সুন্দর ভাবে পরিচালনা হওয়াতে এলাকাবাসী খুইব আনন্দিত।।
মিন্টু কান্তি নাথ, রাজস্থলী প্রতিনিধি 





































