বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে বিজিবির অভিযানে ১০ কেজি রুপাসহ আটক ৪

  • যশোর অফিস 
  • প্রকাশের সময় : ১০:০৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
যশোর অফিস 
যশোরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)এর অভিযানে ১০ কেজি ৫০০ কেজি রুপা,একটি বিদেশি মদের বোতলসহ চারজনকে আটক করা হয়েছে।উদ্ধার করা মালামালের বাজারমূল্য প্রায় ৬৫ লাখ ৮৯ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভোরে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোর নড়াইল সড়কের দাইতলা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এসময় চারজন সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি করে তাদের বহন করা ব্যাগের ভেতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১০ দশমিক ৫০০ কেজি রুপা ও একটি বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়।
এ ছাড়া তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন, একটি পাওয়ার ব্যাংক,একটি এয়ারবাড,একটি হাতঘড়ি ও নগদ ৬ হাজার ২০৫ টাকা জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন তরুণ কুমার রায় (৪৭),শিমুল মোড়ল, শামীম হোসেন ও মো. আওয়াল হোসেন। তারা সাতক্ষীরা ও যশোর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, তারা ঢাকা থেকে যশোর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে রুপাগুলো বহন করছিলেন। পাশাপাশি বিদেশি মদ যশোর থেকে ঢাকায় নেওয়ার পরিকল্পনা ছিল।
বিজিবির হিসাবে জব্দ করা রুপার মূল্য ৬৫ লাখ ১০ হাজার টাকা। অন্যান্য মালামালসহ মোট সিজারমূল্য দাঁড়িয়েছে ৬৫ লাখ ৮৯ হাজার ৭০৫ টাকা।
আটক চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
জনপ্রিয়

কেরানীগঞ্জে জামাতের নির্বাচনী প্রচারণায় হামলা, আহত ৩

যশোরে বিজিবির অভিযানে ১০ কেজি রুপাসহ আটক ৪

প্রকাশের সময় : ১০:০৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
যশোর অফিস 
যশোরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)এর অভিযানে ১০ কেজি ৫০০ কেজি রুপা,একটি বিদেশি মদের বোতলসহ চারজনকে আটক করা হয়েছে।উদ্ধার করা মালামালের বাজারমূল্য প্রায় ৬৫ লাখ ৮৯ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভোরে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোর নড়াইল সড়কের দাইতলা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এসময় চারজন সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি করে তাদের বহন করা ব্যাগের ভেতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১০ দশমিক ৫০০ কেজি রুপা ও একটি বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়।
এ ছাড়া তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন, একটি পাওয়ার ব্যাংক,একটি এয়ারবাড,একটি হাতঘড়ি ও নগদ ৬ হাজার ২০৫ টাকা জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন তরুণ কুমার রায় (৪৭),শিমুল মোড়ল, শামীম হোসেন ও মো. আওয়াল হোসেন। তারা সাতক্ষীরা ও যশোর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, তারা ঢাকা থেকে যশোর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে রুপাগুলো বহন করছিলেন। পাশাপাশি বিদেশি মদ যশোর থেকে ঢাকায় নেওয়ার পরিকল্পনা ছিল।
বিজিবির হিসাবে জব্দ করা রুপার মূল্য ৬৫ লাখ ১০ হাজার টাকা। অন্যান্য মালামালসহ মোট সিজারমূল্য দাঁড়িয়েছে ৬৫ লাখ ৮৯ হাজার ৭০৫ টাকা।
আটক চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।