
বাগেরহাট প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান ভোট কেড়ে নেওয়ার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে সতর্ক করে দিয়ে নাগরিকদের তাদের নিজস্ব ভোটাধিকার এবং অন্যদের ভোটাধিকার রক্ষা করার আহ্বান জানিয়েছেন। “সবাই নিজের ভোট নিজেই দেবে। আমাদের নিজেদের ভোটের রক্ষক হতে হবে এবং অন্যদের ভোটও রক্ষা করতে হবে।
২৭ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় বাগেরহাটের খান জাহান আলী (রহ.) মাজার মোড় সংলগ্ন ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদ মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতের আমীর গত ১৫ বছরের নির্বাচনী অনুশীলনের কথাও উল্লেখ করেন। এই সংস্কৃতির অবসান ঘটাতে হবে।
রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কে বলতে গিয়ে জামায়াতের আমীর বলেন, “আমরা সেই সংস্কৃতি পরিবর্তন করতে চাই যেখানে কেবল রাজার পুত্রই রাজা হন।” তিনি আরও বলেন, যাদের যোগ্যতা আছে তাদেরই দেশ পরিচালনা করা উচিত।
বাগেরহাটের উন্নয়নের বিষয়গুলি তুলে ধরে শফিকুর রহমান বলেন, জেলায় অনেক সমস্যা এবং প্রচুর সম্ভাবনা রয়েছে। জামায়াত ক্ষমতায় গেলে সেগুলো ধারাবাহিকভাবে সমাধান এবং বাস্তবায়ন করা হবে।
তিনি ২০১৫ সালে শরণখোলা সফরের কথা স্মরণ করে বলেন, খারাপ রাস্তাঘাটের কারণে যাতায়াত অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল। যদি জামায়াত সুযোগ পায়, তাহলে বৈষম্য ছাড়াই সকল পশ্চাদপদ অঞ্চলে উন্নয়ন নিশ্চিত করা হবে।
”আমরা দেখব না কোন এলাকা একজন এমপির নাকি একজন মন্ত্রীর। প্রতিটি এলাকাই হবে জামায়াতের ।
পররাষ্ট্রনীতির অবস্থান ব্যাখ্যা করে এই প্রবীণ রাজনীতিবিদ বলেন, বাংলাদেশ সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় কিন্তু কোন ধরণের আধিপত্যবাদ সহ্য করবে না।
”আমরা বন্ধু চাই, প্রভু নয়,” তিনি আরও বলেন, পারস্পরিক শ্রদ্ধা প্রতিবেশী দেশগুলির সাথেও সম্পর্ককে পরিচালিত করবে।
গণভোট ইস্যুতে শফিকুর জনগণকে “হ্যাঁ” এর পক্ষে ভোট দেওয়ার এবং ব্যালটের মাধ্যমে জোটের প্রার্থীদের সমর্থন করার আহ্বান জানান।
জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা আমির মাওলানা রেজাউল করিম এর সভাপতিত্বে। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন
জামায়াতের জেনারেল সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার এবং ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদিক সহ অন্যান্যরা।
সমাবেশে বাগেরহাটের ৪টি সংসদীয় আসনের জামায়াত ও দশ দলীয় জোটের প্রার্থীদের হাতে দলীয় প্রতীক দাড়িপাল্লা তুলে দিয়ে সবার সামনে পরিচয় করিয়ে দেন।
এ সময়ে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খাঁন ,বাগেরহাট-২ আসনের শেখ মনজুরুল হক রাহাদ হক, বাগেরহাট-৩ আসনের অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ এবং বাগেরহাট -৪ আসনের অধ্যক্ষ শেখ আব্দুল আলিম উপস্থিত ছিলেন।
জামায়াতের আমিরের আগমনকে ঘিরে দুপুরের পর থেকেই সমাবেশ স্থল জনসমুদ্রে রুপান্তরিত হয়।
বাগেরহাট প্রতিনিধি 





































