
শহিদ শেখ পাখি, মুন্সীগঞ্জ প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ও বাসাইল ইউনিয়নে বিএনপির এমপি প্রার্থী শেখ মো. আব্দুল্লাহর গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০টা থেকে দিনব্যাপী বাসাইল ও বালুচর ইউনিয়নের পলাশপুর, চান্দেরচর, পূর্ব চান্দের চর, বেগম বাজার, চরপানিয়া,গুল গুলিয়ারচর সহ বিভিন্ন স্থানে ধানের শীষকে বিজয়ের লক্ষ্যে গণসংযোগ ও পথসভা করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সহ-সভাপতি ফারুক মেম্বার,নুরুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক আমিন উদ্দিন চৌধুরী , বালুচর ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল লতিফ,সদস্য সচিব আবুল হোসেন প্রমুখ।
শহিদ শেখ পাখি, মুন্সীগঞ্জ প্রতিনিধি 







































