
যশোর অফিস
যশোর ৩ ( সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, রাজনীতি মানে ক্ষমতায় যাওয়া কিংবা কাউকে ক্ষমতা থেকে নামানো নয়। রাজনীতি মানে সেবক হিসেবে মানুষের পাশে থাকা। তাদের সকল বিপদে, আপদ, সংকটে পাশে থাকা এবং জীবন মান উন্নয়নে কাজ করা।
বুধবার সকালে নির্বাচনী প্রচারণার শুরুতে চূড়ামনকাটি ইউনিয়নের খিতিবদিয়া পথ সভায় তিনি এ কথা বলেন। খিতিবদিয়ার হিন্দু মুসলিম নারী পুরুষ সকলেই তাকে ফুল ছিটিয়ে বরণ করেন। কোমলমতি শিশুরা উচ্ছসিত হয়ে অনিন্দ্য ইসলাম অমিতের গলায় ফুলের মালা পরিয়ে দেয়। তিনি শিশু বৃদ্ধ সকলকে বুকে জড়িয়ে ধরেন।
অনিন্দ্য ইসলাম অমিত বক্তব্যের শুরুতে চূড়ামনকাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তারকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ এবং তাদের রুহের মাগফেরাত কামনা করেন। তিনি বলেন, বিএনপি উন্নয়নের রাজনীতি করে। এই চূড়ামনকাটি ইউনিয়নে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয় রয়েছে। এই বিশ্ব বিদ্যালয়ের কারণে চূড়ামনকাটি আজ বিশ্ব ব্যাপী পরিচিত। আমাদের অভিভাবক তরিকুল ইসলামের আহ্বানে সাড়া দিয়ে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। চুড়ামনকাটিতে আমাদের অভিভাবক তরিকুল ইসলাম নতুন শিক্ষা প্রতিষ্ঠান তৈরির পাশাপাশি সকল শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করেছিলেন। তিনি কাঁচা পাকা মিলে ৫০ কিলোমিটার রাস্তা নির্মাণ করেছিলেন। কিন্তু গেল ১৬ বছর চূড়ামনকাটির উন্নয়নের চাকা থমকে গেছে। আপনাদের সহযোগিতায় আমি নতুন করে উন্নয়নের ধারা ফিরিয়ে আনতে চাই। যশোরের প্রকৃত রাজনৈতিক ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই। রাজনৈতিক কিংবা ধর্ম বিশ্বাসের ভিন্নতার কারণে মানুষের মধ্যে বিভাজন রেখা টানতে দেব না। এ সময় বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি সেলিনা পারভীন শেলী। পরে চূড়ামনকাটি ইউনিয়নের প্রয়াত সকলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত করা হয়।
যশোর অফিস 







































