বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

টসে হেরে ফিল্ডিংয়ে আফগানিস্তান

আজ বুধবার (১৪ জুন) আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মিরপুরে শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়। ২০১৯ সালের পর এই প্রথম সফরকারীদের সাথে সাদা পোশাকের খেলায় মুখোমুখী হচ্ছে টাইগাররা। সকাল সাড়ে ৯টায় এ ম্যাচের টস অনুষ্ঠিত হয়। আর টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদী।

আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্তের প্রশ্নে আফগান অধিনায়ক শহিদী বলেন, নতুন উইকেট এবং গত কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে আগে ফিল্ডিংয়ের সুবিধা পাওয়া যাবে। বাংলাদেশ টস জিতলে আগে ফিল্ডিং করতো কিনা- এমন প্রশ্নের জবাবে টাইগার অধিনায়ক লিটন দাস বলেছেন, হ্যাঁ, অবশ্যই।

আফগানদের বিপক্ষে এ টেস্টে ১২ তম টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে লিটন দাসের। টাইগারদের সাদা পোশাকের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান আঙুলের ইনজুরিতে মাঠের বাইরে আছেন। এদিকে কোমরের ইনজুরিতে এ ম্যাচ থেকে ছিটকে গেছেন ওপেনার তামিম ইকবালও। গতকাল এক বিবৃতিতে টাইগারদের ওয়ানডে অধিনায়কের না খেলার বিষয়টি নিশ্চিত করে বিসিবি। এ ম্যাচে সদ্য ইনজুরি থেকে ফেরা পেসার তাসকিন আহমেদের খেলা অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত তাকে একাদশে রেখেছে টিম ম্যানেজম্যান্ট।

সফরকারী আফগানদের দলে নেই তাদের তারকা অলরাউন্ডার রশিদ খান। তিনিও ইনজুরির কারণে ছিটকে গেছেন এ ম্যাচ থেকে। এছাড়াও আইপিএলে আল ছড়ানো স্পিনার নূর আহমদে ও মুজিবুর রহমানও থাকছেনা এ সিরিজে। আফগানিস্তানের হয়ে এ ম্যাচে অভিষেক হচ্ছে অলরাউন্ডার করিম জানাত ও ডানহাতি পেসার নিজাত মাসুদের।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), মাহমুদুল হাসান, নাজমুল হোসেন, মুমিনুল হক, মুশফিকুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, জাকির হাসান, শরীফুল ইসলাম।

আফগানিস্তান একাদশ: হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), ইব্রাহিম জাদরান, আবদুল মালিক, নাসির জামাল, আফসার খান, করিম জানাত, জহির খান, আমির হামজা হোতাক, ইয়ামিন আহমেদজাই, নিজাত মাসুদ।

জনপ্রিয়

সৌদি থেকে ৪০ হাজার টন ইউরিয়া কিনবে সরকার

টসে হেরে ফিল্ডিংয়ে আফগানিস্তান

প্রকাশের সময় : ০৫:০৯:২৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩

আজ বুধবার (১৪ জুন) আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মিরপুরে শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়। ২০১৯ সালের পর এই প্রথম সফরকারীদের সাথে সাদা পোশাকের খেলায় মুখোমুখী হচ্ছে টাইগাররা। সকাল সাড়ে ৯টায় এ ম্যাচের টস অনুষ্ঠিত হয়। আর টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদী।

আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্তের প্রশ্নে আফগান অধিনায়ক শহিদী বলেন, নতুন উইকেট এবং গত কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে আগে ফিল্ডিংয়ের সুবিধা পাওয়া যাবে। বাংলাদেশ টস জিতলে আগে ফিল্ডিং করতো কিনা- এমন প্রশ্নের জবাবে টাইগার অধিনায়ক লিটন দাস বলেছেন, হ্যাঁ, অবশ্যই।

আফগানদের বিপক্ষে এ টেস্টে ১২ তম টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে লিটন দাসের। টাইগারদের সাদা পোশাকের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান আঙুলের ইনজুরিতে মাঠের বাইরে আছেন। এদিকে কোমরের ইনজুরিতে এ ম্যাচ থেকে ছিটকে গেছেন ওপেনার তামিম ইকবালও। গতকাল এক বিবৃতিতে টাইগারদের ওয়ানডে অধিনায়কের না খেলার বিষয়টি নিশ্চিত করে বিসিবি। এ ম্যাচে সদ্য ইনজুরি থেকে ফেরা পেসার তাসকিন আহমেদের খেলা অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত তাকে একাদশে রেখেছে টিম ম্যানেজম্যান্ট।

সফরকারী আফগানদের দলে নেই তাদের তারকা অলরাউন্ডার রশিদ খান। তিনিও ইনজুরির কারণে ছিটকে গেছেন এ ম্যাচ থেকে। এছাড়াও আইপিএলে আল ছড়ানো স্পিনার নূর আহমদে ও মুজিবুর রহমানও থাকছেনা এ সিরিজে। আফগানিস্তানের হয়ে এ ম্যাচে অভিষেক হচ্ছে অলরাউন্ডার করিম জানাত ও ডানহাতি পেসার নিজাত মাসুদের।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), মাহমুদুল হাসান, নাজমুল হোসেন, মুমিনুল হক, মুশফিকুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, জাকির হাসান, শরীফুল ইসলাম।

আফগানিস্তান একাদশ: হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), ইব্রাহিম জাদরান, আবদুল মালিক, নাসির জামাল, আফসার খান, করিম জানাত, জহির খান, আমির হামজা হোতাক, ইয়ামিন আহমেদজাই, নিজাত মাসুদ।