
রাজবাড়ী বালিয়াকান্দিতে থানা পুলিশের অভিযানে উপজেলার সোনাপুর বাজারের আসাদ টেলিকম থেকে চুরি হওয়া মালামাল সহ ছাব্বির খা (১৬) গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃত ছাব্বির খা জেলার কালুখালী উপজেলার বংকুড়ি গ্রামের জাহাঙ্গীর খা এর ছেলে।
থানাসূত্রে জানাযায় গত শনিবার রাতে উপজেলার সোনাপুর বাজারের আসাদ টেলিকম থেকে অনুমান ১লক্ষ ৩হাজার ৫শ টাকা মূল্যের ০১ টি ডিএসএলআর ক্যামেরা, ০১ টি ট্যাব ও ০৩ টি মোবাইল ফোন চুরি হয়। এ ঘটনার ১২ ঘন্টার মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ রাজিবুল ইসলাম অভিযান পরিচালনা করে ও এসআই মোঃ মাসুদুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় ছাব্বির খা (১৬) কে গ্রেপ্তার করে এবং তার বসত বাড়ি থেকে চোরাইমাল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মামলা রুজু পূর্বক আদালত প্রেরন করা হয়েছে।
বার্তাকস্ঠ ডেস্ক 






































