মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আবারো বার্সায় যেতে পারেন নেইমার

সম্প্রতি ফরাসি চ্যাম্পিয়ন ক্লাব পিএসজি ছেড়ে ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি।

পিএসজির আরেক তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে নিজেদের করে নিতে চাইছে রিয়াল মাদ্রিদ। ইউরোপীয় সংবাদমাধ্যম বলছে পিএসজি থেকে ফের বার্সেলোনাতে চলে যেতে পারেন নেইমার জুনিয়র।

ক্রীড়া সাংবাদিক খালিদ ওয়ালিদ জানিয়েছেন, পিএসজি এবং বার্সেলোনার মধ্যে বিষয়টি নিয়ে চুক্তি ইতোমধ্যেই হয়ে গেছে। ফলে ৬ বছর তথা ২০১৭ সালের পর ফের পুরনো ক্লাবে ফিরতে যাচ্ছেন নেইমার।

পিএসজির হয়ে সব টুর্নামেন্ট মিলে ১৭৩ ম্যাচ খেলে ১১৮টি গোল করার পাশাপাশি ৭৭টি অ্যাসিস্ট রয়েছে নেইমারের।

এর আগে বার্সেলোনার হয়ে তিনি ১৮৬ ম্যাচে অংশ নিয়ে ১০৫টি গোল করার পাশাপাশি ৭৬টি অ্যাসিস্ট করেছিলেন।

জনপ্রিয়

সিলেট থেকে নির্বাচনি প্রচারণা শুরু করবেন তারেক রহমান

আবারো বার্সায় যেতে পারেন নেইমার

প্রকাশের সময় : ০৫:৩১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩

সম্প্রতি ফরাসি চ্যাম্পিয়ন ক্লাব পিএসজি ছেড়ে ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি।

পিএসজির আরেক তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে নিজেদের করে নিতে চাইছে রিয়াল মাদ্রিদ। ইউরোপীয় সংবাদমাধ্যম বলছে পিএসজি থেকে ফের বার্সেলোনাতে চলে যেতে পারেন নেইমার জুনিয়র।

ক্রীড়া সাংবাদিক খালিদ ওয়ালিদ জানিয়েছেন, পিএসজি এবং বার্সেলোনার মধ্যে বিষয়টি নিয়ে চুক্তি ইতোমধ্যেই হয়ে গেছে। ফলে ৬ বছর তথা ২০১৭ সালের পর ফের পুরনো ক্লাবে ফিরতে যাচ্ছেন নেইমার।

পিএসজির হয়ে সব টুর্নামেন্ট মিলে ১৭৩ ম্যাচ খেলে ১১৮টি গোল করার পাশাপাশি ৭৭টি অ্যাসিস্ট রয়েছে নেইমারের।

এর আগে বার্সেলোনার হয়ে তিনি ১৮৬ ম্যাচে অংশ নিয়ে ১০৫টি গোল করার পাশাপাশি ৭৬টি অ্যাসিস্ট করেছিলেন।