
রাজবাড়ীর বালিয়াকান্দিতে জেলা গোয়েন্দা পুলিশ ডিবির অভিযানে ৫কেজি গাঁজা সহ মোঃ নাছিরুল বিশ্বাস(৪৫) নামে এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।
আসামি নাছিরুল জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের আলোকদিয়া গ্রামের শুকুর বিশ্বাসের ছেলে।
জানাযায় গত বুধবার (৫জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি ওসি মো মনিরুজ্জামান খানের নেতৃত্বে সঙ্গীয়ফোর্স অভিযান পরিচালনা করে জামালপুর বাজার এলাকা থেকে অনুমান ৩লক্ষ টাকার মূল্যের ৫ কেজি গাজা সহ মো নাছিরুলকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ওসি মো. মনিরুজ্জামান খান বলেন গ্রেপ্তারকৃত মো নাছিরুলের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু হয়েছে এবং তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
মেহেদী হাসান রাজবাড়ী 





































