বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মহান বিজয় দিব‌সে বেনা‌পোল কাষ্টম হাউসে  শহীদ স্মৃ‌তিস্ত‌ম্ভে ফুলেল শ্রদ্ধা কর্মকর্তাদের

রোকনুজ্জামান রিপন :=

৪৯ তম মহান বিজয় দিব‌সে বেনা‌পোল কাষ্টমস হাউজের  শহীদ স্মৃ‌তিস্ত‌ম্ভে ফুল দি‌য়ে শ্রদ্ধা জানান বেনা‌পোল কাষ্টমস হাউ‌সের কর্মকর্তারা। বীর মু‌ক্তি‌যোদ্ধা মোঃ নুরুল হক( বীর বিক্রম) ও কাস্টমস এর অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল ইসলাম উপস্তিতিতে    বেনা‌পো‌লের সকল মু‌ক্তি‌যোদ্ধা, সকল অফিসার্স ও সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের কর্ম কর্তারা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রোদ্ধা জানান। প‌রে কাষ্টমস ক্লা‌বে বিজয় দিবসের আলোচনা সভা ও বীর মু‌ক্তি‌যোদ্ধা‌দের সন্মাননা প্রদান করা হয়। বেনা‌পোল কাষ্টম‌সের অ‌তি‌রিক্ত ক‌মিশনার ড. মো: নেয়ামুল ইসলামের সভাপ‌তি‌ত্বে অনু‌ষ্ঠিত  আলোচনা সভায় প্রধান অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন, বীর মু‌ক্তি‌যোদ্ধা মোঃ নুরুল হক( বীর বিক্রম)। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কাস্টমস এর ডেপুটি কমিশনার মো: শামীম উদ্দিন, ডেপুটি কমিশনার পারভেজ চৌধুরী, সহকারী কমিশনার দিপা রানী হালদার, সহকারী কমিশনার মুর্শিদা বেগম , সহকারী কমিশনার উওম চাকমা, বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, সাধারন সম্পাদক এমদাদুল হক লতা, বেনাপোল আমদানি রফতানিকারক সমিতির সভাপতি মহসিন মিলন, আলমগীর সিদ্দীকি, আব্দুল লতিফ, বকুল মাহবুব, আমিনুল হক আনু,

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

বেগম জিয়ার মৃত্যুতে ৩ উপদেষ্টার শোকবইয়ে স্বাক্ষর

মহান বিজয় দিব‌সে বেনা‌পোল কাষ্টম হাউসে  শহীদ স্মৃ‌তিস্ত‌ম্ভে ফুলেল শ্রদ্ধা কর্মকর্তাদের

প্রকাশের সময় : ০৩:৪৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯
রোকনুজ্জামান রিপন :=

৪৯ তম মহান বিজয় দিব‌সে বেনা‌পোল কাষ্টমস হাউজের  শহীদ স্মৃ‌তিস্ত‌ম্ভে ফুল দি‌য়ে শ্রদ্ধা জানান বেনা‌পোল কাষ্টমস হাউ‌সের কর্মকর্তারা। বীর মু‌ক্তি‌যোদ্ধা মোঃ নুরুল হক( বীর বিক্রম) ও কাস্টমস এর অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল ইসলাম উপস্তিতিতে    বেনা‌পো‌লের সকল মু‌ক্তি‌যোদ্ধা, সকল অফিসার্স ও সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের কর্ম কর্তারা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রোদ্ধা জানান। প‌রে কাষ্টমস ক্লা‌বে বিজয় দিবসের আলোচনা সভা ও বীর মু‌ক্তি‌যোদ্ধা‌দের সন্মাননা প্রদান করা হয়। বেনা‌পোল কাষ্টম‌সের অ‌তি‌রিক্ত ক‌মিশনার ড. মো: নেয়ামুল ইসলামের সভাপ‌তি‌ত্বে অনু‌ষ্ঠিত  আলোচনা সভায় প্রধান অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন, বীর মু‌ক্তি‌যোদ্ধা মোঃ নুরুল হক( বীর বিক্রম)। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কাস্টমস এর ডেপুটি কমিশনার মো: শামীম উদ্দিন, ডেপুটি কমিশনার পারভেজ চৌধুরী, সহকারী কমিশনার দিপা রানী হালদার, সহকারী কমিশনার মুর্শিদা বেগম , সহকারী কমিশনার উওম চাকমা, বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, সাধারন সম্পাদক এমদাদুল হক লতা, বেনাপোল আমদানি রফতানিকারক সমিতির সভাপতি মহসিন মিলন, আলমগীর সিদ্দীকি, আব্দুল লতিফ, বকুল মাহবুব, আমিনুল হক আনু,