
আজকাল অল্প বয়সেই মানুষের চুল পেকে যাচ্ছে। প্রবীণদের পাশাপাশি তরুণরাও এই সমস্যায় ভুগছেন। চুল পাকা হওয়ার কারণে অনেক সময় স্কুল, কলেজ বা অফিসে বন্ধুদের সামনে বিব্রত বোধ করতে হয়। হেয়ার কালার করলেও চুলের মারাত্মক ক্ষতি হয়। তবে কিছু প্রাকৃতিক উপায়তেও চুল কালো করা যেতে পারে। কিছু এমন টোটকা রয়েছে যা চুল কালো করার জন্য অতুলনীয়। আসুন জেনে নেওয়া যাক এমনই কিছু টোটকার নাম-
নারকেল তেল ও আমলকী: আমলার সঙ্গে নারকেল তেল মিশিয়ে মাখলে চুল কালো করতে সাহায্য করতে পারে। এর জন্য ৩ চামচ নারকেল তেল নিয়ে তাতে ২ চামচ আমলা গুঁড়ো মিশিয়ে নিতে হবে।
একটি পাত্রে তেল ও আমলকী ভালভাবে গলে যাওয়া পর্যন্ত গরম করতে হবে। এরপর তেল ঠান্ডা করে চুলের গোড়ায় ভাল করে ম্যাসাজ করতে হবে।
সারা রাত এভাবে রেখেই সকালে শ্যাম্পু করতে হবে। উল্লেখযোগ্যভাবে, আমলার কোলাজেন বাড়ানোর ক্ষমতা রয়েছে কারণ এতে ভিটামিন সি পাওয়া যায়। এটি কালো চুল বৃদ্ধিতে খুবই সহায়ক।
নারকেল তেলে মেহেন্দি পাতা: সাদা চুল থেকে মুক্তি পেতে, নারকেল তেল এবং মেহেন্দি খুবই কার্যকরী। মেহেন্দির বাদামী রং চুলের গোড়ায় পৌঁছলে চুল আগের মতোই কালো দেখাতে শুরু করে। এর জন্য ৩ থেকে ৪ চামচ নারকেল তেল ফুটিয়ে নিয়ে তাতে একগুচ্ছ মেহেন্দি পাতা দিন।
তেল বাদামি না হওয়া পর্যন্ত সিদ্ধ করতে হবে। এরপর তেলের রং হালকা বাদামি হয়ে গেলে ঠান্ডা করে চুলের গোড়ায় লাগান। এর পরে, এটি 40-50 মিনিট বা তার বেশি সময় ধরে রেখে দিন। এর পর চুল ধুয়ে ফেলুন। এই পদ্ধতি অবলম্বন করলে আপনার চুল ধীরে ধীরে কালো হয়ে যাবে।
বার্তাকন্ঠ অনলাইন ডেস্ক : 






































