
বলিউড পেরিয়ে এখন হলিউডেও কাজ করেন প্রিয়াঙ্কা চোপড়া। দেশ ও দেশের বাইরে অসংখ্য ভক্ত-অনুসারী রয়েছে তার। উপহার দিয়েছেন একের পর এক সুপারহিট সিনেমা।
২০০০ সালে বিশ্বসুন্দরীর খেতাব জয় দিয়ে শুরু হয়েছিল এই সুন্দরীর জয়যাত্রা। ১৮ জুলাই ৪১-এ পা দিলেন দেশি গার্ল খ্যাত এ নায়িকা। বর্তমানে নিক জোনাসকে বিয়ে করে আমেরিকায় বসবাস করছেন তিনি। তাদের সংসারে রয়েছে এক মেয়ে মালতি মেরি। দেশের সঙ্গে সঙ্গে প্রিয়াঙ্কার খ্যাতি রয়েছে বিশ্বজুড়ে। তবে খ্যাতির পাশাপাশি প্রিয়াঙ্কার সম্পত্তিও কোন অংশে কম নেই।
অভিনয়ের পাশাপাশি ব্যবসাতেও সমান পারদর্শী প্রিয়াঙ্কা চোপড়া। তার ‘অ্যানোমালি’ নামে একটি হেয়ার কেয়ার ব্র্যান্ড, ‘পারফেক্ট মোমেন্ট’ নামে একটি পোশাকের ব্র্যান্ড এবং নিউইয়র্কে ‘সোনা’ নামে একটি রেস্তোরাঁ রয়েছে। ‘পার্পল পেবল পিকচার্স’ নামে একটি প্রোডাকশন হাউসও রয়েছে তার। প্রিয়াঙ্কা ডেটিং অ্যাপ ‘বাম্বলেও’ টাকা বিনিয়োগ করেছেন।
বলিউডে এক একটি সিনেমার জন্য বর্তমানে ১২ কোটি টাকা (ভারতীয় মুদ্রা) নেন প্রিয়াঙ্কা চোপড়া। আবার হলিউডে ওয়েব সিরিজের একটি এপিসোডের জন্য তিনি ২ কোটি টাকা নেন। প্রিয়াঙ্কা চোপড়ার মোট সম্পদের পরিমাণ ভারতীয় মুদ্রায় ৬২০ কোটি টাকা। তিনি প্রতি মাসে ১.৫ কোটি টাকা আয় করেন।
আমেরিকায় প্রিয়াঙ্কার একটি বাড়ি রয়েছে যার মূল্য ২৩৮ কোটি টাকা। এছাড়া মুম্বাইতে দুটি বিলাসবহুল বাড়ি রয়েছে যার দাম প্রায় ৮ কোটি টাকা। গোয়ার বাগা বিচের কাছে তার প্রায় ২০ কোটি টাকা মূল্যের সম্পত্তি রয়েছে।
একটি প্রাইভেট বিমান আছে প্রিয়াঙ্কা চোপড়ার। এটি আমেরিকা, ইংল্যান্ড এবং ভারতের মধ্যে যাতায়াতের জন্য ব্যবহার করেন তিনি। প্রিয়াঙ্কা প্রথম বলিউড অভিনেত্রী যিনি ২.৫ কোটি টাকায় একটি রোলস রয়েস গাড়ি কিনেছেন। এছাড়া তিনি মার্সিডিজ বেঞ্জ এস ক্লাস, পোর্শে, মার্সিডিজ বেঞ্জ ই ক্লাস, মার্সিডিজ-মেব্যাচ এস ৬৫০, অডি কিউ ৭ এবং ১.১ কোটি টাকার বিএমডাব্লিউ ৫ এর মতো গাড়ির মালিক।
বিনোদন ডেস্ক ॥ 







































