
জামালপুরের বকশীগঞ্জে ঘাসিরপাড়া মন্ডল পাড়া এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (৩০ জুলাই ) বগারচর ইউনিয়নের ঘাসির পাড়া মন্ডল পাড়া গ্রামে মান্না মিয়া (১৮) নামে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। মান্না মিয়া মন্ডল পাড়া গ্রামের আসলাম মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে,শনিবার রাত ৯টার দিকে রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয় মান্না। রাতে আর বাড়ি না ফিরলে অনেক খোঁজা খোঁজির পর রোববার ভোরে বাড়ির পাশে কাঠ বাগানে ঝুলন্ত অবস্থায় দেখে পরে স্থানীয়’রা। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পরে বুঝা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা । তিনি আরো বলেন আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন আছে।
বকশীগঞ্জ (জামালপুর)প্রতিনিধি।। 



















