
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচাপরমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ এবং কৃষক লীগ দেশ ও মানবতার কল্যাণে সবসময় দেশের জনগণের পাশে কাজ করে চলেছে। ডেঙ্গু রোগের ভাইরাস বহনকারী এডিস মশা নিধনের এই যুদ্ধেও এই দুই সংগঠন মাঠে একসঙ্গে কাজ করছে। তবে এই এডিস মশার চাইতেও ভয়াবহ নাম বিএনপি। এডিস মশা মানুষকে কামড়ায় আর বিএনপি জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করে।
শুক্রবার (৪ আগস্ট) সকালে ফার্মগেট খামারবাড়ি গোল চত্বর (ইসলামিয়া চক্ষু হাসপাতালের পশ্চিম পাশে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ কৃষক লীগের এডিস মশা নিধন ও সচেতনতা বৃদ্ধির দেশব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, করোনার মহামারিসহ সব বিপদে আওয়ামী লীগ জনগণের পাশে ছিল। শেখ হাসিনার নেতৃত্বে ডেঙ্গু নিয়ন্ত্রণ হবে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য সামাজিক আন্দোলন দরকার, রাজনৈতিক কর্মসূচি দরকার, কোনো দল আজ পর্যন্ত ডেঙ্গু মশা নিয়ন্ত্রণ বা ডেঙ্গু মশা নিধনের জন্য কোনো কর্মসূচি দেয় নাই। আজকে কৃষক সেটি শুরু করেছে।
ঢাকা ব্যুরো।। 







































