মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে পুলিশের গাড়ির সঙ্গে ট্রেনের ধাক্কা, প্রাণ গেল ৩ পুলিশের

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় রেলক্রসিংয়ে পুলিশের টহল পিকআপে ট্রেনের ধাক্কায় তিন পুলিশ সদস্যে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।

রোববার বেলা সাড়ে ১২টার দিকে সীতাকুণ্ডের কালু শাহ মাজার সংলগ্ন ফকিরহাটে লেভেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ।

তিনি বলেন, আমাদের একটি পেট্রল টিম কাজ শেষ করে যাবার পথে ঢাকা থেকে চট্টগ্রামমুখী আন্তঃনগর সোনারবাংলা এক্সপ্রেস ধাক্কা দেয়। কেন এ দুর্ঘটনা ঘটল, এখনও স্পষ্ট নয়।

ট্রেনের ধাক্কায় পিকআপটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই এক পুলিশ সদস্যের মৃত্যু হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও দুজন।

নিহতরা সকলেই সীতাকুণ্ড থানার কনস্টেবল। তারা হলেন- মোহাম্মদ হোসাইন, মিজানুর রহমান ও এসকান্দার আলী মোল্লা।

দুর্ঘটনায় আহত এসআই সুজন শর্মা এবং গাড়ি চালক সমর চন্দ্র সূত্রধরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।

রেলওয়ের এক কর্মকর্তা জানান, এ দুর্ঘটনার কারণে রেল চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। সোনার বাংলা এক্সপ্রেস দুর্ঘটনার পর চট্টগ্রাম স্টেশনে পৌছেছে।

জনপ্রিয়

১০ দলীয় সমঝোতায় সিরাজগঞ্জের তিন আসনে এনসিপির প্রার্থিতা প্রত্যাহার

সীতাকুণ্ডে পুলিশের গাড়ির সঙ্গে ট্রেনের ধাক্কা, প্রাণ গেল ৩ পুলিশের

প্রকাশের সময় : ০৩:২২:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় রেলক্রসিংয়ে পুলিশের টহল পিকআপে ট্রেনের ধাক্কায় তিন পুলিশ সদস্যে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।

রোববার বেলা সাড়ে ১২টার দিকে সীতাকুণ্ডের কালু শাহ মাজার সংলগ্ন ফকিরহাটে লেভেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ।

তিনি বলেন, আমাদের একটি পেট্রল টিম কাজ শেষ করে যাবার পথে ঢাকা থেকে চট্টগ্রামমুখী আন্তঃনগর সোনারবাংলা এক্সপ্রেস ধাক্কা দেয়। কেন এ দুর্ঘটনা ঘটল, এখনও স্পষ্ট নয়।

ট্রেনের ধাক্কায় পিকআপটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই এক পুলিশ সদস্যের মৃত্যু হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও দুজন।

নিহতরা সকলেই সীতাকুণ্ড থানার কনস্টেবল। তারা হলেন- মোহাম্মদ হোসাইন, মিজানুর রহমান ও এসকান্দার আলী মোল্লা।

দুর্ঘটনায় আহত এসআই সুজন শর্মা এবং গাড়ি চালক সমর চন্দ্র সূত্রধরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।

রেলওয়ের এক কর্মকর্তা জানান, এ দুর্ঘটনার কারণে রেল চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। সোনার বাংলা এক্সপ্রেস দুর্ঘটনার পর চট্টগ্রাম স্টেশনে পৌছেছে।