
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উত্তাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬টি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ৮৩৩ জন ভেড়া পালন সুফল ভোগীদের মধ্য থেকে ৩৩৩ জন প্রশিক্ষণ পেয়েছেন। এদের মধ্য থেকে লটারির মাধ্যমে ৫০ জনকে ভাড়া প্রদান করা হয় । সুফল ভোগীদের প্রত্যেককে ৩টি করে মোট ১৫০টি ভেড়া বিতরণ করা হয়।
আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতালের আয়োজনে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোছাঃ শামীম আক্তার,ভেটেরিনারি সার্জন ডাঃ মোছাঃ হোসনে আরা খাতুন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ এনামুল হক। জেলা পরিষদ সদস্য মাসুদা ডেইজি
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন, নির্বাচিত ৮৩৩ জন ভেড়া পালন সুফল ভোগীদের মধ্য থেকে ৩৩৩ জন প্রশিক্ষণ পেয়েছেন। এদের মধ্য থেকে লটারির মাধ্যমে ৫০ জনকে ১টি করে পাঠা ভাড়া ও ২টি করে পাঠি ভাড়া প্রদান করা হয় ।
মোঃ কামরুল হাসান কাজল ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ 







































