
রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩ গ্রাম হেরোইনসহ ১জন ২৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন,মোট ০২ জন মাদকব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার ১লা সেপ্টেম্বর সকালে এসআই মোঃ আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে,দৌলতদিয়া শাহীদ মিনারের সামনে পোড়াভিটায় প্রবেশের গলিরমুখ হতে মাদক ব্যবসায়ী মোঃ রাসেল (৩৫) কে ৩ গ্রাম হেরোইন সহ আটক করে। সে ফরিদপুর জেলার কোতয়ালি থানার শিবরামপুর গ্রামের মৃত আকতার বিশ্বাসের ছেলে। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।
এছাড়াও দৌলতদিয়ার মুক্তি মহিলা সংস্থা এর গেটের সামনে ইটের রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী সুমন শেখ (২১) কে ২৫ পিছ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে। সে গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া গ্রামের মোঃ উজ্জল শেখের ছেলে। যার মূল্য অনুমান ৭ হাজার ৫০০ টাকা। পরে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মেহেদী হাসান রাজবাড়ি 













































