
বিশ্বকাপে একটি ম্যাচ দেখাও আমার জন্য স্বপ্ন পূরণের মতো। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এই বার্তাই বলে দিচ্ছে এক ম্যাচের জন্য বাংলাদেশের বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া কত বড় প্রাপ্তি এনামুল হক বিজয়ের জন্য।
২০১৫ বিশ্বকাপে বিজয় অনাহুত ইনজুরিতে ছিটকে গিয়েছিলেন মাঠের বাইরে। এর ৮ বছরেরও বেশি সময় পর অপ্রত্যাশিতভাবে সুযোগ পেয়েছেন আরেক ওয়ানডে বিশ্বকাপে।
অধিনায়ক সাকিব আল হাসান চোটের কারণে ছিটকে গেছেন বিশ্বকাপ থেকে। বাংলাদেশেরও বিশ্বকাপ মিশন প্রায় শেষ। অস্ট্রেলিয়ার বিপক্ষে নিয়মরক্ষার শেষ ম্যাচ ১১ নভেম্বর। সেই ম্যাচের জন্য সাকিবের বদলি হিসেবে ডাক পেয়েছেন বিজয়।
বিশ্বকাপের উদ্দেশে উড়াল দেওয়ার আগে এই উইকেটরক্ষক-ব্যাটার বলেন, বিশ্বকাপের মতো আসরে যাওয়া ভাগ্যের বিষয়। শেষ ম্যাচে হলেও বিশ্বকাপে যাচ্ছি এটিই বড় আমার জন্য। আমি চাই যতটুকুই হোক দলে অবদান রাখতে। একটা ক্যাচ ধরে হোক বা ব্যাটিংয়ে সুযোগ পেলে হোক; দলকে জেতাতে চাই।’
নিউজিল্যান্ড সিরিজ শেষে বাকিরা যখন ভারতের বিমানে উঠছিলেন, নিভৃতেই তখন ঘরের পথ ধরেন বিজয়। বিশ্বকাপ দলে ডাক পাওয়া তাই তার জন্য অনেক বড় এক প্রাপ্তিই বটে। তিনি বলেন, ‘আসলে ওপরওয়ালার ইচ্ছে ছিল। এ জন্য হয়তো যেতে পারছি।
এসব তো ক্রিকেটারদের সঙ্গে হতেই থাকে। এটা আসলে আমিও কালকে চিন্তা করছিলাম ব্যাপারটা এ রকমই। দোয়া করেন একটা ম্যাচই আছে। নিজেদের সেরাটা দিয়ে দলের জন্য যেন অবদান রাখতে পারি।’
সমর্থকদের ধন্যবাদ জানিয়ে ৩০ বছর বয়সি এই ক্রিকেটার বলেন, তাদের অনেক ধন্যবাদ। সবসময় সমর্থন দিচ্ছে। তাদের এই দোয়া যেন কাজে রূপান্তর করতে পারি। ভালো করতে পারি দলের জন্য। তারা এভাবেই দোয়া করতে থাকুক। নিজেকে যতটুকু প্রস্তুত করেছি, চেষ্টা করব অ্যাপ্লাই করতে।
নিজস্ব সংবাদদাতা 






































