বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় মানবিক বিপর্যয়, ইউক্রেনের যুদ্ধ কিছুই না: পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় যা হচ্ছে তার সঙ্গে ইউক্রেনের সংঘাতের কোনো তুলনা করা যায় না। গতকাল বৃহস্পতিবার মস্কোতে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে ১৪০০ ইসরায়েলি নাগরিক প্রাণ হারায় জবাবে গাজা উপত্যকায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল। বিমান হামলা ও স্থল অভিযানে ১৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ২৫ হাজারেরও বেশি। তাদের বেশিরভাগই বেসামরিক। সামরিক হতাহত এড়াতে বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছিল। ২২ নভেম্বর মধ্যস্থতাকারী কাতার জানায়, বেশ কিছু শর্ত মেনে দুই পক্ষ রাজি হয়েছে। দুই দফায় বাড়া সেই যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকেই গাজায় হামলা শুরু করেছে ইসরায়েল।পুতিন বলেন, পুরো বিশ্ব দেখছে যে গাজায় কি হচ্ছে। ইউক্রেন সংঘাতের সঙ্গে এর পার্থক্য সবার কাছেই স্পষ্ট। ইউক্রেনে এমন কিছুই হয়নি যা গাজায় ঘটছে।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর প্রায় দুই বছর ধরে চলছে দেশ দুইটির মধ্যে যুদ্ধ। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে।

জাতিসংঘের হিসেব অনুযায়ী, প্রায় ২ বছর ধরে চলা ইউক্রেন সংঘাতে ১০ হাজার বেসামরিক মারা গেছেন। অন্যদিকে মাত্র তিন মাসেই ফিলিস্তিনে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৮ হাজার। যাদের বেশিরভাগই নারী ও শিশু।

জনপ্রিয়

আই হ্যাভ অ্যা প্ল্যান

গাজায় মানবিক বিপর্যয়, ইউক্রেনের যুদ্ধ কিছুই না: পুতিন

প্রকাশের সময় : ১০:৫৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় যা হচ্ছে তার সঙ্গে ইউক্রেনের সংঘাতের কোনো তুলনা করা যায় না। গতকাল বৃহস্পতিবার মস্কোতে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে ১৪০০ ইসরায়েলি নাগরিক প্রাণ হারায় জবাবে গাজা উপত্যকায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল। বিমান হামলা ও স্থল অভিযানে ১৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ২৫ হাজারেরও বেশি। তাদের বেশিরভাগই বেসামরিক। সামরিক হতাহত এড়াতে বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছিল। ২২ নভেম্বর মধ্যস্থতাকারী কাতার জানায়, বেশ কিছু শর্ত মেনে দুই পক্ষ রাজি হয়েছে। দুই দফায় বাড়া সেই যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকেই গাজায় হামলা শুরু করেছে ইসরায়েল।পুতিন বলেন, পুরো বিশ্ব দেখছে যে গাজায় কি হচ্ছে। ইউক্রেন সংঘাতের সঙ্গে এর পার্থক্য সবার কাছেই স্পষ্ট। ইউক্রেনে এমন কিছুই হয়নি যা গাজায় ঘটছে।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর প্রায় দুই বছর ধরে চলছে দেশ দুইটির মধ্যে যুদ্ধ। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে।

জাতিসংঘের হিসেব অনুযায়ী, প্রায় ২ বছর ধরে চলা ইউক্রেন সংঘাতে ১০ হাজার বেসামরিক মারা গেছেন। অন্যদিকে মাত্র তিন মাসেই ফিলিস্তিনে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৮ হাজার। যাদের বেশিরভাগই নারী ও শিশু।