
যশোর-১ আসনে নৌকা মার্কার প্রার্থী শেখ আফিল উদ্দিন এমপি বলেছেন, শেখ হাসিনার মার্কা মার্কা, উন্নয়নের মার্কা নৌকা। তাই দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে।
বুধবার দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গণসংযোগ ও নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীদের উৎসবমুখর পরিবেশে বেনাপোল ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করছেন প্রার্থী শেখ আফিল উদ্দিন। তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা দিয়েছেন। আপনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করতে হবে। একই দল থেকে নৌকার বাইরে যারা অন্য মার্কা নিয়ে দলের ভীতরে বিভ্রান্তি সৃষ্টি করছেন তাদের থেকে সতর্ক থাকতে হবে।’
সকালে বেনাপোল ইউনিয়নের গয়ড়া, বড়আঁচড়া, খড়িডাঙ্গা, পোড়াবাড়ি নারায়নপুরসহ বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন শেখ আফিল উদ্দিন। এসময় শেখ আফিল উদ্দিনের সাথে ছিলেন বেনাপোল পৌরসভার মেয়র নাসির উদ্দিন।
বার্তাকন্ঠ ডেস্ক ।। 







































