মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

“জয়ার মতো দেখতে কে এই নারী?”

আবদুল লতিফ “:=

জয়ার মতো দেখতে কে এই নারী?বাংলাদেশ এবং কলকাতার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। জয়া তাঁর অভিনয় দিয়ে শুধু বাংলাদেশের মানুষের মন জয় করেছেন এমন নয়, কলকাতাতেও রয়েছে তাঁর ভক্ত দল। বাংলাদেশের পাশাপাশি কলকাতার মাটিতেও রয়েছে তার যথেষ্ট সুখ্যাতি। সম্প্রতি জয়া আহসান তার ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ছবি শেয়ার করেছেন। একটি ফটোশ্যুটের ছবি। যেখানে জয়ার পাশে বসে রয়েছেন এক নারী। হুবহু তার মতোই দেখতে ওই নারীকে দেখে অবাক হচ্ছে নেট দুনিয়া।সোশ্যাল মিডিয়ায় সকলে জানতে চাইছেন কে এই নারী যে একদম জয়ার মতোই দেখতে। ইনি আর কেউ নন, জয়ার বড় বোন কান্তা করিম। তবে দুই বোনের মুখের এতটা মিল দেখে নেট দুনিয়ায় সকলে অবাক। কান্তা করিম পেশায় অভিনেত্রী নন। তবে অভিনয়ে তারও আগ্রহ রয়েছে। দুই বোনকে এক সঙ্গে পর্দায় দেখতে চায় অনেকেই।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

মরহুম মোসলেম উদ্দিন মাস্টারের স্মরণে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল

“জয়ার মতো দেখতে কে এই নারী?”

প্রকাশের সময় : ০৭:৫৪:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২০
আবদুল লতিফ “:=

জয়ার মতো দেখতে কে এই নারী?বাংলাদেশ এবং কলকাতার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। জয়া তাঁর অভিনয় দিয়ে শুধু বাংলাদেশের মানুষের মন জয় করেছেন এমন নয়, কলকাতাতেও রয়েছে তাঁর ভক্ত দল। বাংলাদেশের পাশাপাশি কলকাতার মাটিতেও রয়েছে তার যথেষ্ট সুখ্যাতি। সম্প্রতি জয়া আহসান তার ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ছবি শেয়ার করেছেন। একটি ফটোশ্যুটের ছবি। যেখানে জয়ার পাশে বসে রয়েছেন এক নারী। হুবহু তার মতোই দেখতে ওই নারীকে দেখে অবাক হচ্ছে নেট দুনিয়া।সোশ্যাল মিডিয়ায় সকলে জানতে চাইছেন কে এই নারী যে একদম জয়ার মতোই দেখতে। ইনি আর কেউ নন, জয়ার বড় বোন কান্তা করিম। তবে দুই বোনের মুখের এতটা মিল দেখে নেট দুনিয়ায় সকলে অবাক। কান্তা করিম পেশায় অভিনেত্রী নন। তবে অভিনয়ে তারও আগ্রহ রয়েছে। দুই বোনকে এক সঙ্গে পর্দায় দেখতে চায় অনেকেই।