শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোল প্রেস ক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত

  • বেনাপোল অফিস।।
  • প্রকাশের সময় : ১০:১৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪
  • ১৫৪

বেনাপোল প্রেস ক্লাবের জরুরী সভা আজ বিকেলে প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেস  ক্লাব সভাপতি আলহাজ্ব মহসিন মিলন ( দি ডেইলী স্টার)

সভায়  সদস্যদের বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক আলহাজ্ব বকুল মাহবুব( বাংলাদেশ প্রতিদিন) সহ সভাপতি কাজী শাহজাহান সবুজ( দৈনিক ইওেফাক, যুগ্ন সাধারন সম্পাদক সাজেদুর রহমান,( দৈনিক সমকাল),  দেবুল কুমার দাস( দৈনিক সংবাদ)  রাশেদুর রহমান রাশু ( দৈনিক বাংলা), মিলন খান ( এশিয়ান টিভি), সেলিম রেজা, ( ঢাকা ট্রিবিউন), মনিরুল ইসলাম মনি (দৈনিক লোক সমাজ) মশিয়ার রহমান(দৈনিক দেশকাল),ফারুক আহমেদ ( দৈনিকি আমার সংবাদ), আব্দুর রহিম(ইনডিপেনডেন্ট টিভি), আহমদ আলী শাহীন ( এটিএন বাংলা টিভি),কামাল হোসেন ( দৈনিক যুগান্তর/ যমুনা টিভি),রাশেদুজ্জামান বাপ্পি ( এশিয়ার টিভি), হাবিবুর রহমান নাছির (আনন্দ টিভি) ,ও  জিএম আশরাফ( দৈনিক যায় যায় দিন)।

সভায় গঠনতন্ত্র বিরোধী ,যেমন -অন্যকোন প্রেস ক্লাব বা সংবাদিক সংগঠনের ব্যানারে অংশ নিলে তার সদস্যপদ বাতিল হয়ে যাবে। আগামী ঈদের পর সাধারন সভা ও পিকনিক হবে, সদস্য ফী দ্রুত জমা দেওয়ার বিষয়টি সহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত আকারে গৃহীত হয়।

জনপ্রিয়

যশোরে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন ও হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন

বেনাপোল প্রেস ক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১০:১৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪

বেনাপোল প্রেস ক্লাবের জরুরী সভা আজ বিকেলে প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেস  ক্লাব সভাপতি আলহাজ্ব মহসিন মিলন ( দি ডেইলী স্টার)

সভায়  সদস্যদের বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক আলহাজ্ব বকুল মাহবুব( বাংলাদেশ প্রতিদিন) সহ সভাপতি কাজী শাহজাহান সবুজ( দৈনিক ইওেফাক, যুগ্ন সাধারন সম্পাদক সাজেদুর রহমান,( দৈনিক সমকাল),  দেবুল কুমার দাস( দৈনিক সংবাদ)  রাশেদুর রহমান রাশু ( দৈনিক বাংলা), মিলন খান ( এশিয়ান টিভি), সেলিম রেজা, ( ঢাকা ট্রিবিউন), মনিরুল ইসলাম মনি (দৈনিক লোক সমাজ) মশিয়ার রহমান(দৈনিক দেশকাল),ফারুক আহমেদ ( দৈনিকি আমার সংবাদ), আব্দুর রহিম(ইনডিপেনডেন্ট টিভি), আহমদ আলী শাহীন ( এটিএন বাংলা টিভি),কামাল হোসেন ( দৈনিক যুগান্তর/ যমুনা টিভি),রাশেদুজ্জামান বাপ্পি ( এশিয়ার টিভি), হাবিবুর রহমান নাছির (আনন্দ টিভি) ,ও  জিএম আশরাফ( দৈনিক যায় যায় দিন)।

সভায় গঠনতন্ত্র বিরোধী ,যেমন -অন্যকোন প্রেস ক্লাব বা সংবাদিক সংগঠনের ব্যানারে অংশ নিলে তার সদস্যপদ বাতিল হয়ে যাবে। আগামী ঈদের পর সাধারন সভা ও পিকনিক হবে, সদস্য ফী দ্রুত জমা দেওয়ার বিষয়টি সহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত আকারে গৃহীত হয়।