
সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ। মঙ্গলবার বিকেলে নেপালের আনফা স্টেডিয়ামে ভারতকে ৩-১ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ফাইনালে লাল সবুজের জার্সিধারী তরুনীরা। দুই ম্যাচ থেকে ছয় পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান বাংলাদেশের। আগামী শুক্রবার শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে মুখোমুখি হবে।
ম্যাচের শুরুতেই আলপি আক্তারের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তার গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে। বিরতির পর ৫৪ মিনিটে ভারতের আনুশকা কুমারী গোল করে সমতা ফেরান। এ সময় ডানদিক থেকে আনুশকার উড়িয়ে মারা বল পোস্টে লেগে জালে জড়ায়।
তবে ৭৮ মিনিটে আবারও এগিয়ে যায় বাংলাদেশ। এ সময় নিজেদের অর্ধ থেকে লম্বা পাসে বল পাঠান বাংলাদেশের এক খেলোয়াড়। সেটা ভারতের ডি বক্সের সামনে দু’জন রক্ষণভাগের খেলোয়াড়ের সঙ্গে লড়াই করে দখলে নেন সুরভী আক্তার প্রীতি। এরপর প্লেসিং শটে ভারতের গোলরক্ষক সুরাজ মুনি কুমারীকে পরাস্ত করে জালে বল পাঠান।
স্পোর্টস ডেস্ক।। 





























